KKR vs RCB: 'তোর জন্য আমি বিপদে পড়ে যাই', কোহলির কাছে জোর ধমক খেলেন রিঙ্কু, কিন্তু কেন?
IPL 2024: আইপিএলে আরসিবি বনাম কেকেআরের প্রথম ম্যাচের সময় কোহলি রিঙ্কু সিংহকে ব্যাট উপহার দিয়েছিলেন।
![KKR vs RCB: 'তোর জন্য আমি বিপদে পড়ে যাই', কোহলির কাছে জোর ধমক খেলেন রিঙ্কু, কিন্তু কেন? Virat Kohli not pleased as Rinku Singh informs his about broken bat before KKR vs RCB IPL 2024 match KKR vs RCB: 'তোর জন্য আমি বিপদে পড়ে যাই', কোহলির কাছে জোর ধমক খেলেন রিঙ্কু, কিন্তু কেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/21/2607608d58764e1afa8c8938670a59f01713682365053507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs RCB)। গ্রীষ্মের দুপুরে ক্রিকেটের নন্দন কানন কোহলি (Virat Kohli) দর্শনের অপেক্ষায়। সিটি অফ জয় কোহলি-জ্বরে কাবু। সেই ম্যাচের আগেরদিন অনুশীলনের ফাঁকেই কোহলি-রিঙ্কুর সাক্ষাৎ। 'কিং কোহলি'র কাছে বকাও খেলেন রিঙ্কু।
ঘটানাটা ঠিক কী? ম্যাচের আগে অনুশীলনের ফাঁকে রিঙ্কু সিংহ (Rinku Singh) এবং বিরাট কোহলির সাক্ষাৎ হয়। সেই মাঝেই দুই তারকার কথোপকথনের এক ভিডিও কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেই ভিডিওতেই রিঙ্কুকে বকা দেন বিরাট। কারণ বিরাটের উপহার দেওয়া ব্যাট রিঙ্কু ভেঙে ফেলেছেন। কোহলিকে এই কথা জানাতেই বিস্মিত কোহলি বলেন, 'আমার ব্যাট ভেঙে গিয়েছে, তাও স্পিনারের বল খেলতে গিয়ে! কোথা থেকে ভেঙেছে ব্যাট?'
রিঙ্কু জবাবে জানান ব্যাটের নীচের অংশ ভেঙে গিয়েছে। খানিকটা ক্ষুব্ধ হয়েই কোহলি জবাবে বলেন, তিনি আর ব্যাখা শুনতে চান না। এরপরেই রিঙ্কু কোহলির কাছে আরেকটি ব্যাট চাওয়ায় তিনি বলেন, 'তুই আগের ম্যাচেই আমার থেকে ব্যাট নিলি। দ্বিতীয় ম্যাচে তোর দ্বিতীয় ব্যাট চাই? তোর জন্য আমি সমস্যায় পড়ে যাই।' রিঙ্কু জবাবে খানিকটা কাচুমাচু মুখেই বলেন, 'আমার কাছে ভাঙা ব্যাটটা রয়েছে। আপনাকে দেখাচ্ছি। আর আমি কথা দিচ্ছি আর ব্যাট ভাঙব না।'
View this post on Instagram
দুই তারকার কথোপকথনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। কোহলি যদিও প্রাথমিকভাবে রিঙ্কুকে ব্যাট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাও ম্যাচ শেষে বা ম্যাচের আগে যদি কোহলির থেকে রিঙ্কু আরও একটি ব্যাট উপহার পান, তাহলে কিন্তু কেউই অবাক হবেন না। রিঙ্কু একা নন, এর আগে কিন্তু একাধিক তারকা কোহলির থেকে ব্যাট নিয়ে গিয়েছেন। সেই তালিকায় সীমান্ত পারের মহম্মদ আমিরও রয়েছেন।
তবে মাঠের বাইরে যেমনই সম্পর্ক হোক না কেন, মাঠে যে কোহলি, রিঙ্কু নিজেদের দলকে জেতানোর জন্য এক চুলও জমি ছেড়ে দেবেন না, তা বলাই বাহুল্য। রবিবাসরীয় ইডেনে শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নজরে কোহলি, নারিন-কাঁটা উপড়ে জয়ের সরণিতে ফিরতে পারবে RCB? না ঘরের মাঠে শেষ হাসি হাসবে KKR?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)