KKR vs RCB: নজরে কোহলি, নারিন-কাঁটা উপড়ে জয়ের সরণিতে ফিরতে পারবে RCB? না ঘরের মাঠে শেষ হাসি হাসবে KKR?
IPL 2024: এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে ১৯ বল বাকি থাকতে সাত উইকেটে সহজেই ম্যাচ জিতে নিয়েছিল কেকেআর।
কলকাতা: রবিবাসরীয় দুপুরে ইডেনে মেগাডুয়েল। আইপিএলের (IPL 2024) 'এল প্রিমেরো'তে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। কেকেআর এই মরশুমে ইতিমধ্যেই চারটি ম্যাচ জিতে গেলেও গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ঘরের মাঠেই পরাজিত হয়েছিল কেকেআর। আবার আরসিবি নাগাড়ে পাঁচ ম্য়াচ হেরে রবিবার মাঠে নামছে। সুতরাং, দুই দলের ক্ষেত্রেই এই ম্যাচ জয়ে ফেরার সুযোগ।
বিরাট কোহলি (Virat Kohli) বিশ্বের যে প্রান্তেই, যার বিরুদ্ধেই খেলুন না কেন, তাঁর দিকে যে সবসময় নজর থাকে। এই ম্যাচেও তাঁর অন্যথা হবে না। কোহলি এখনও পর্যন্ত মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক বটে, তবে তাঁর দল লিগ তালিকায় সবার নীচে। রবিবাসরীয় ইডেনে 'কোহলি স্পেশাল' দেখা যাবে? কাজটা কিন্তু মহাতারকার জন্য সহজ হবে না। ইডেনের পিচ স্পিনসহায়ক তো বটেই, পাশাপাশি সুনীল নারাইনের (Sunil Narine) বিরুদ্ধে কোহলির রেকর্ড আহামরি নয়। নারিনের বিরুদ্ধে ১৫৭ বল খেলে ১৬২ রান করেছেন কোহলি, আউট হয়েছেন চার বার। ছবিটা ফাফ ডু প্লেসি এবং দীনেশ কার্তিকের ক্ষেত্রেও খানিকটা সমান। নারাইনের বিরুদ্ধে ডু প্লেসির স্ট্রাইক রেট ৭৭.১৪, কার্তিকের ১১৯.২৯।
বোলার নারাইন যদি যথেষ্ট না হয়, তাহলে গোদের ওপর বিষফোঁড়ার মতো এ মরশুমে ব্যাটার নারাইনেরও কার্যত পুর্নজন্ম হয়েছে। ৪৬-র গড় এবং ১৮৭.৭৫-র স্ট্রাইক রেটে নারাইন এ মরশুমে ২৭৬ রান করে ফেলেছেন। গত ম্যাচে দল হারলেও, তাঁর ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি। আরসিবির বিরুদ্ধে এ মরশুমের প্রথম ম্যাচেও নারাইনের ব্যাট থেকে এসেছিল ৪৭ রানের ইনিংস। সুতরাং, নারাইন যে আরসিবির জন্য শক্ত গাঁট, তা বলাই বাহুল্য।
এই ম্যাচে কেকেআরের বোলিং, আরও নির্দিষ্ট করে বললে মিটেল স্টার্কের দিকে বাড়তি নজর থাকবে। আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার এখনও পর্যন্ত টুর্নামেন্টে নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি। এমনকী স্টার্কের ১০.৫৪ ইকোনমি কেকেআরের প্রথম সারির বোলারদের মধ্যে সবথেকে খারাপ। তবে স্টার্কের মতো বিশ্বমানের বোলার বড় মঞ্চ বরাবরই পছন্দ করেন। বিরাট কোহলির বিরুদ্ধে ইনিংসের শুরুতেই তাই বল হাতে আগুন ঝরাতে বদ্ধপরিকর হবেন তিনি।
দুই দলের দুই তারকা, গ্লেন ম্যাক্সওয়েল এবং নীতীশ রানার এই ম্যাচে খেলা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। রানাকে এখনও পর্যন্ত চোটের জন্য কেকেআরের হয়ে এক ম্যাচেও ব্যাটিং করতে দেখা যায়নি। অপরদিকে, ম্যাক্সওয়েল মানসিক ক্লান্তির জেরে গত ম্যাচ খেলেননি। দুই তারকাকে এই ম্যাচে ২২ গজে কী দেখা যাবে? তারকাখচিত দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই কি গ্রীষ্মের দুপুরে ইডেনের তাপমাত্রা আরও বাড়াবে? সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দিল্লি বধে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ