PBKS vs RCB: হর্ষলের ৩ উইকেট সত্ত্বেও বিরাট কোহলি, পাতিদারের অর্ধশতরানে PBKS-কে ২৪২ রানের টার্গেট দিল RCB
Punjab Kings vs Royal Challengers Bengaluru: বিরাট কোহলি তৃতীয় উইকেটে পাতিদারের সঙ্গে ৭৬ ও গ্রিনের সঙ্গে ৯২ রানের পার্টনারশিপ গড়েন।
ধর্মশালা: ম্যাচের প্রথম ওভারেই ভি কাভেরাপ্পার বলে ক্যাচ তুলেছিলেন কোহলি (Virat Kohli), ধরতে পারেননি আশুতোষ শর্মা। তৃতীয় ওভারেই রাইলি রুসোও বিরাটের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন। তাঁর মাশুল গুণতে হল পাঞ্জাব কিংসকে। পাঞ্জাবের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২৪১ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB)। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও, আরসিবির হয়ে সর্বাধিক ৯২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলিই। অর্ধশতরান হাঁকান রজত পাতিদার (Rajat Patidar)। ৪৬ রানের ইনিংসে নজর কাড়েন ক্যামেরন গ্রিনও। তাঁর বলে কোহলির ক্যাচ মিস হলেও, কাভেরাপ্পা নির্ধারিত চার ওভারে ৩৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন। তবে তিন উইকেট নিয়ে এদিন পাঞ্জাবের সফলতম বোলার হর্ষল পটেল।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। এই ম্যাচেই নিজের আইপিএল অভিষেক ঘটান কাভেরাপ্পা। শুরুটা পাঞ্জাব কিংসের বোলারের জন্য স্বপ্নের মতোই হতে পারতো। তবে দুইবার দুইবার কোহলির ক্যাচ মিস করলেও, কাভেরাপ্পা কিন্তু হতাশ হয়ে পড়েননি।ফ্যাফ ডু প্লেসিকে নয় ও উইল জ্যাকসকে ১২ রানে ফেরান তিনি। তবে তারপরেই ইনিংসের হাল ধরেন কোহলি ও পাতিদার। দুইজনে দুরন্তভাবে ইনিংস এগিয়ে নিয়ে যান। পাতিদার নিজের ২৩ বলের ইনিংসে তিনটি চার ও ছয়টি ছক্কা হাঁকান। তাঁর ৫৫ রানের ইনিংস থামান স্যাম কারান।
পাতিদার আউট হলে বিরাটকে সঙ্গ দিতে মাঠে নামেন গ্রিন। বিরাট ও গ্রিন আরসিবির রানের গতি কমতে দেননি। দুইজনে চতুর্থ উইকেটে ৯২ রানের পার্টনারশিপ গড়েন। ১৮তম ওভারেই দু'শো রানের গণ্ডি পার করে আরসিবি। কোহলি সেঞ্চুরির দিকে দ্রুত গতিতে এগোচ্ছিলেন। তবে অর্শদীপের বলে ৯২ রানে তাঁর ইনিংস থামেন। তা সত্ত্বেও আরসিবি ২৫০ রানের গণ্ডি পার করার দিকে অগ্রসর হচ্ছিল। তবে ইনিংসের শেষ ওভারে দুরন্ত বোলিং করেন হর্ষল। মাত্র তিন রান খরচ করে তিন উইকেট নেন তিনি।
পাঞ্জাব কিংসের সামনে চ্যালেঞ্জটা কঠিন। ধর্মশালা রেকর্ড রান তাড়া করতে হবে। তবে দিনকয়েক আগেই ইডেনে সর্বকালীন রেকর্ড গড়ে জিতেছিলেন বেয়ারস্টোরা। তাই তাঁদের এখনই বাতিলের খাতায় ফেলে দেওয়া কিন্তু বোকামোই হবে।
ম্যাচের লাইভ আপডেটস জানতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কর্ণধারের তীব্র ভর্ৎসনা, আইপিএল মরশুম শেষের আগেই LSG-র নেতৃত্ব ছাড়বেন কেএল রাহুল?