Virat Kohli: শুভমন নাকচ করাতেই ফের নেতৃত্বের মুকুট উঠছে কোহলির মাথায়? আইপিএলে আলোড়ন
Virat Kohli as captain of RCB: চল্লিশ পূর্ণ করে ফেলেছেন প্রোটিয়া তারকা ডুপ্লেসি। সে যতই তিনি ফিট হোন না কেন। নতুন অধিনায়ক বেছে নিতে পারে আরসিবি, জল্পনা জোরাল হচ্ছে।
বেঙ্গালুরু: আইপিএলের (IPL 2024) ১৬ বছরের ইতিহাসে মুকুটহীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালে উঠলেও কোনওদিন ট্রফি জেতা হয়নি আরসিবি-র (RCB)। ভাগ্য ফেরাতে এবার বড়সড় রদবদল ঘটাতে চলেছে আরসিবি। ইঙ্গিত, অধিনায়ক হিসাবে আর ফাফ ডুপ্লেসিকে রাখা হবে না।
দক্ষিণ আফ্রিকার তারকা ডুপ্লেসির নেতৃত্বে তিনটি আইপিএলে খেলেছে আরসিবি। তার মধ্যে দুবার প্লে অফে উঠেছে দল। তবে শোনা যাচ্ছে, ডুপ্লেসিকে আর রিটেন করবে না আরসিবি। বৃহস্পতিবার রিটেনশন তালিকায় ডুপ্লেসির নাম না থাকার সম্ভাবনা। বৃহস্পতিবারই রিটেনশন তালিকা জমা দিতে হবে দশ দলকে।
চল্লিশ পূর্ণ করে ফেলেছেন প্রোটিয়া তারকা ডুপ্লেসি। সে যতই তিনি ফিট হোন না কেন। নতুন অধিনায়ক বেছে নিতে পারে আরসিবি, জল্পনা জোরাল হচ্ছে। কে হতে পারেন ডুপ্লেসির বিকল্প? কার হাতে তুলে দেওয়া হতে পারে দলের নেতৃত্ব?
জোর গুঞ্জন, ফের বিরাট কোহলিকে অধিনায়ক করতে পারে আরসিবি। যিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়েছিলেন। শোনা যাচ্ছে, ফের কোহলিকে সারথী করেই আইপিএল অভিযানে নামতে পারে আরসিবি। সেক্ষেত্রে ক্যাপ্টেন কোহলির পুনর্জন্ম হবে।
জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর আরসিবি-র অধিনায়কত্বও ছেড়েছিলেন কোহলি। তবে তাঁকে যে রিটেন করা হচ্ছেই, তা কার্যত নিশ্চিত বলেই ওয়াকিবহাল মহলের ধারণা।
কোনও কোনও মহল থেকে আবার বলা হচ্ছে, লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিলে কে এল রাহুলের জন্য ঝাঁপাতে পারে আরসিবি। রাহুল আগেও আরসিবিতে খেলেছেন। রাহুলের কাঁধেও তুলে দেওয়া হতে পারে নেতৃত্বের ভার।
আরও পড়ুন: প্রথম বাঙালি হিসাবে আমন্ত্রিত, টেস্ট অভিষেকের বিখ্যাত সেই শহরে বিশেষ অনুষ্ঠান সৌরভের
পাশাপাশি এ-ও জানা যাচ্ছে যে, প্রথমে শুভমন গিলকে আরসিবির অধিনায়ক করার চিন্তাভাবনা করা হচ্ছিল। তাঁর সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও হয়েছিল আরসিবির। ডু'প্লেসির পরিবর্তে নতুন অধিনায়ক হিসাবে নাকি গিল পছন্দ ছিল স্বয়ং বিরাটের। কিন্তু গিল এখনই গুজরাত টাইটান্স ছাড়ছেন না। থেকে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে বিরাটই নিজের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে নিতে রাজি হয়ে যেতে পারেন বলে খবর।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।