Sourav Ganguly: প্রথম বাঙালি হিসাবে আমন্ত্রিত, টেস্ট অভিষেকের বিখ্যাত সেই শহরে বিশেষ অনুষ্ঠান সৌরভের
Cambridge University: যে শহর তাঁর পায়ের তলার মাটি শক্ত করেছিল, সেই লন্ডনেই বিশেষ সম্মান পেতে চলেছেন সৌরভ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এক কলেজে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন।
কলকাতা: এই শহর জানে তাঁর প্রথম অনেক কিছু।
বিরানব্বইয়ের সেই অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে কার্যত ব্রাত্যই করে ফেলা হয়েছিল। বলা হয়েছিল, তিনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এখনও তৈরি নন। রটিয়ে দেওয়া হয়েছিল, তিনি নাকি মাঠে জল নিয়ে যেতে চাননি। প্রতিক্রিয়া দেননি তিনি। পরের চার বছর নিবিড় প্রস্তুতিতে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। ১৯৯৬ সালে লর্ডসে রূপকথার টেস্ট অভিষেক। সেঞ্চুরি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
যে শহর তাঁর পায়ের তলার মাটি শক্ত করেছিল, সেই লন্ডনেই বিশেষ সম্মান পেতে চলেছেন সৌরভ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) অধীনস্থ এক কলেজে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক।
প্রথম বাঙালি হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জেসাস কলেজে আমন্ত্রিত হয়েছেন সৌরভ। বৃহস্পতিবার সেখানে উপস্থিত হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সৌরভকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পেরে বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। অনুষ্ঠানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড: জুলিয়ান হাপার্ট সৌরভের জীবনের বিভিন্ন দিক এবং সাফল্য নিয়ে আলোচনা করবেন।
লন্ডন থেকে এবিপি আনন্দকে সৌরভ জানালেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষ এই অনুষ্ঠানে আলোচনা ৪০ মিনিট ধরে চলবে। কলেজের পড়ুয়ারা সৌরভের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও পাবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সমাজ মাধ্যম ও ইউটিউবে।
জানা গেল, অনুষ্ঠানের শুরুতে সৌরভের জীবনের উপর একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা সকলকে দেখানো হবে। এছাড়াও, কেমব্রিজ জজ বিজনেস স্কুলের একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংস্থা সিআইবিএফ তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল, যার লক্ষ্য কেমব্রিজ কমিউনিটি এবং ভারতীয় ব্যবসায়িক কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও জোরদার করা। যদিও এ বছর সৌরভ সিআইবিএফ-এর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না। তবে ভবিষ্যতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবারের অনুষ্ঠানটি বাঙালি কমিউনিটি ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।