Virat Kohli: নিজেদের ডেরায় একঘরে কেকেআর! নতুন ব্যাট নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখলেন কোহলি
IPL 2025: আচমকা দেখা গেল, প্র্যাক্টিস দেখতে ইডেনে আসা ক্রিকেটপ্রেমীদের ভিড়টা চলে গেল ক্লাব হাউসের বাঁদিকে। এল ব্লকের সামনে। মুহূর্মুহূ জয়ধ্বনি উঠতে লাগল।

সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবারের বিকেল। নিজেদের ডেরা ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জোরকদমে চলছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্র্যাক্টিস। গতবারের চ্যাম্পিয়নদের সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই।
আচমকা দেখা গেল, প্র্যাক্টিস দেখতে ইডেনে আসা ক্রিকেটপ্রেমীদের ভিড়টা চলে গেল ক্লাব হাউসের বাঁদিকে। এল ব্লকের সামনে। মুহূর্মুহূ জয়ধ্বনি উঠতে লাগল।
দেখে যে কেউ বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। মনে হতে পারে, কেকেআরের (KKR) ক্রিকেটারেরা তো প্র্যাক্টিস করছেন ক্লাব হাউসের ডানদিকে বি ব্লকের সামনে। আর সেই প্র্যাক্টিসে কে নেই? আন্দ্রে মাসল রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু রকেট সিংহ থেকে শুরু করে রহমানউল্লাহ গুরবাজ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা - সকলে হাজির। গতবারের খেতাবজয়ীদের নিয়ে কোথায় উৎসব হবে, তা না করে কেন প্রতিপক্ষ শিবিরের দিকে ভিড় জমাচ্ছে জনতা!
উত্তর পাওয়ার জন্য আধঘণ্টা আগে ফিরে যেতে হয়। ইডেন গার্ডেন্সের বাইরে এসে দাঁড়াল লাল রংয়ের একটি বাস। আর সেখান থেকে প্রথমেই নামলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে দেখামাত্র মানুষের উন্মাদনা তুঙ্গে। শুরু হয়ে গেল স্লোগান, 'যব তক সূরজ চান্দ রহেগা, বিরাট তেরা নাম রহেগা।'
বিরাট অবশ্য নির্লিপ্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সকল সতীর্থদের আগে ড্রেসিংরুমে ঢুকলেন। মাঠে নামলেন অবশ্য সকলের শেষে। ঘড়িতে তখন প্রায় ৫টা বেজে ৪০ মিনিট। ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, জোড়া চ্যাম্পিয়ন্স ট্রফি - বিশ্ব ক্রিকেটের একের পর এক কোহিনূর রয়েছে তাঁর ঝুলিতে। অধরা শুধু আইপিএল। যে ট্রফি জিততে মরিয়া কোহলি। আইপিএল অভিযানে নামার আগে কলকাতায় নিয়ে এসেছেন দুটি নতুন ব্যাট। সেই ব্যাটেই বৃহস্পতিবার অনুশীলন সারলেন কোহলি। তাঁকে দেখতেই অ্যাওয়ে টিমের নেটের পিছনে ভক্তদের ভিড়।
কোহলি প্রথমে নেটে কিছুক্ষণ থ্রো ডাউন নিলেন। তারপর কে ব্লকের সামনের নেটে ব্যাট করলেন। তারপর মাঝের উইকেটের পাশের পিচে ফের ব্যাটিং। বোলারের নাম? জস হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, রাসিক দার, ক্রুণাল পাণ্ড্য। বেশিরভাগ বলই ব্যাটের মাঝখান দিয়ে খেললেন। মাঠের বাইরে থেকেই যা আওয়াজ পাওয়া যাচ্ছিল, কেকেআর শিবিরের হার্টবিট বেড়ে যেতে পারে।
নেটে তিনবার ব্যাটিং করলেন বিরাট। তারপর মাঠ থেকে ড্রেসিংরুমে ঢুকে গেলেন সতীর্থদের সকলের আগে। বিরাট রয়েছেন রাজকীয় মেজাজেই। তাঁর জন্যই নিজেদের ডেরাতেও যেন একঘরে হয়ে রইলেন নাইটরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
