IPL 2025: সিএবি-তে বোর্ডের ই-মেল! ইডেন থেকে সরেই যাচ্ছে কেকেআর বনাম লখনউ ম্যাচ
Eden Gardens: ৬ এপ্রিল, রবিবার ইডেনে কেকেআর বনাম লখনউ ম্যাচ ছিল। সেই ম্যাচের দিনই আবার রামনবমী। গত কয়েক বছর ধরেই সারা রাজ্যে রামনবমীর দিন মিছিল বেরচ্ছে। এবারও সেই ছবি দেখা যাবে বলেই খবর।

সন্দীপ সরকার, কলকাতা: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। ইডেন (Eden Gardens) থেকে সরে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। বিশ্বস্ত সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সিএবি-কে মেল করে জানিয়েও দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে ম্যাচ সরা কার্যত নিশ্চিত।
কিন্তু কেন সরে গেল ম্যাচ?
৬ এপ্রিল, রবিবার ইডেনে কেকেআর বনাম লখনউ ম্যাচ ছিল। সেই ম্যাচের দিনই আবার রামনবমী। গত কয়েক বছর ধরেই সারা রাজ্যে রামনবমীর দিন মিছিল বেরচ্ছে। এবারও সেই ছবি দেখা যাবে বলেই খবর।
আর সেই কারণেই ইডেনে ম্যাচের সময় নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। যে কারণে ম্যাচ ইডেন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
আইপিএলে আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রয়েছে ম্যাচ। দুপুর সাড়ে তিনটের সেই ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (KKR) ও লখনউ সুপার জায়ান্টস। যে ম্যাচকে আবার অনেকে আইপিএলের ক্লাসিকো বলে থাকেন। কেন? একটি দল বাংলার। অন্য দলের মালিক আবার বাংলার মানুষ। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। যদিও ৬ এপ্রিলের সেই ম্যাচ নিয়ে হঠাৎ জটিলতা তৈরি হয়েছিল। কারণ, ওই দিনই রামনবমী। গত কয়েক বছর ধরে যে দিনটি আগের চেয়ে বেশি উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে। দিনটির সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতিও। এমনকী, সেদিন বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে মিছিল বেরতে পারে, এমন আশঙ্কা তৈরি হয় প্রত্যেক বারই। যে কারণে তটস্থ থাকে পুলিশ।
কলকাতা পুলিশ থেকে সিএবি-কে চিঠি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না তারা। সিএবি কর্তারা বোর্ডকে তা জানিয়েও দেন। ম্যাচের সূচি পাল্টানোর অনুরোধ করা হয়। সিএবি থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সোমবারই। সেই বৈঠকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝার পাশাপাশি হাজির ছিলেন পুলিশের প্রতিনিধিরা। এবং ছিলেন বোর্ডের প্রতিনিধিও।
সেই বৈঠকে ৬ এপ্রিলের ম্যাচ নিয়ে জট কাটেনি। তারপরেও পুলিশ তাদের অবস্থানে অনড়। নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। অন্য দিকে বোর্ডও জানিয়ে দিয়েছিল, ম্যাচের দিন বদল সম্ভব নয়।
ম্যাচের ভেন্যু পাল্টে ফেলার সম্ভাবনা ছিলই। তাতেই সিলমোহর পড়ল। সিএবি থেকে স্বীকার করে নেওয়া হল, বুধবার রাতেই বোর্ডের মেল চলে এসেছে। আনুষ্ঠানিক ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
