ISL Derby: আগের ম্যাচে চার গোল খেয়েছে বলে ইস্টবেঙ্গলকে খাটো করতে নারাজ বুমৌস
ATK MB vs SC EB: মাঝে আর মাত্র এক দিন। তার পরেই বাংলার ঘরে ঘরে বেজে উঠবে কলকাতা ফুটবল ডার্বির দামামা। চলতি আইএসএলের (ISL 2021-22) দ্বিতীয় লেগের ডার্বি আগামী শনিবার সন্ধ্যায়।
কলকাতা: মাঝে আর মাত্র এক দিন। তার পরেই বাংলার ঘরে ঘরে বেজে উঠবে কলকাতা ফুটবল ডার্বির দামামা। চলতি আইএসএলের (ISL 2021-22) দ্বিতীয় লেগের ডার্বি আগামী শনিবার সন্ধ্যায়। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) দুই দলই ডার্বির আগের ম্যাচ জিতে শেষ করতে পারেনি। লিগ টেবলে দুই দলেরই অবস্থান খুব একটা ভাল নয়। এটিকে মোহনবাগান সামান্য হলেও এগিয়ে। তবে লিগের মাঝখানে শিবিরে কোভিড হানা দেওয়ায় দলের খেলোয়াড়রা অনেকেই চেনা ছন্দে নেই। যদিও ১৮ দিন বাদে মাঠে নেমে গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে মাঠে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল সবুজ-মেরুন বাহিনী। কিন্তু গোল করতে পারেনি।
দু’মাস আগে গত ডার্বিতে ৩-০-য় জেতে এটিকে মোহনবাগান। কিন্তু এবার পরিস্থিতি একেবারে অন্যরকম। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল পয়েন্ট টেবিলে প্রথম চারের বাইরে তারা। সেরা চারে ফিরতে গেলে এই ম্যাচে জিততেই হবে তাদের। তাই কোনও ছুটি ছাড়াই টানা দল নিয়ে অনুশীলন করে চলেছেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। ভারতীয় ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের আগে এটিকে মোহনবাগানের অন্যতম সেরা ও নির্ভরযোগ্য তারকা হুগো বুমৌস অবশ্য আত্মবিশ্বাসী, প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও তাঁরাই জিতবেন।
মাঝমাঠে সবুজ-মেরুন শিবিরের সবচেয়ে বড় ভরসা ও শক্তি ফরাসি মিডফিল্ডার মরসুমের দ্বিতীয় ডার্বি নিয়ে বলেন, “গতবারের চেয়ে এ বার যে পরিস্থিতি আলাদা, এটা ঠিকই। শুধু ফুটবল নয়, অন্যান্য বিষয়েও মনোনিবেশ করতে হচ্ছে আমাদের। অনেক দিন অনুশীলন করতে পারিনি আমরা। তাই এখন কঠোর পরিশ্রম করে নিজেদের জায়গায় ফিরতে হবে আমাদের। ডার্বির গুরুত্ব সবসময়ই আলাদা। বাড়তি মোটিভেশন নিয়ে ম্যাচটা খেলতে হয়। আমি আত্মবিশ্বাসী, এ বারেও আমরাই জিতব।”
রেফারির সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি স্বরূপ পাঁচ ম্যাচের নির্বাসন কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফিরবেন বুমৌস। এ পর্যন্ত ন’টি ম্যাচে পাঁচটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন ফরাসি মিডফিল্ডার। বুমৌস বলেছেন, “এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গতবার আমরা জিতেছি বা ওরা গত ম্যাচে হায়দরাবাদের কাছে চার গোল খেয়েছে বলে ওদের খাটো করে দেখার কোনও কারণই নেই। ওরা প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই নামবে। শেষ চারে বা চ্যাম্পিয়নশিপের দৌড়ে ফিরতে হলে এই ম্যাচে জিততেই হবে আমাদের। বাতিল হওয়া ম্যাচগুলি থেকেও পুরো পয়েন্ট তুলতে হবে আমাদের।”
গত ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে জিততে পারেনি এটিকে মোহনবাগান। গোলশূন্য ড্র হয় সেই ম্যাচ। গত চারটি ম্যাচের মধ্যে দু’টি জয় ও দু’টি ড্র রয়েছে তাদের। বুধবার দক্ষিণী ডার্বিতে বেঙ্গালুরু এফসি ৩-০-য় চেন্নাইন এফসি-কে হারানোর পর এটিকে মোহনবাগান আট নম্বরে নেমে গিয়েছে। এই অবস্থা থেকে দলকে তুলে নিয়ে আসাই এখন বুমৌসের মতো তারকাদের প্রধান কাজ।
বুমৌস বলেছেন, “শেষ ম্যাচে আমরা জিততে পারিনি ঠিকই। কিন্তু প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছি। আমাদের দলের পজিটিভ দিক এটাই। আমরা প্রচুর গোলের সুযোগ তৈরি করতে পারছি। সেগুলো যাতে গোলে পরিণত করা যায়, সে জন্য আমরা কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছি।”
গোটা বিশ্বের ব্যাটারদের ত্রাস, স্ত্রীর সঙ্গে সমুদ্রে রোম্য়ান্টিক মেজাজে