এক্সপ্লোর
Jasprit Bumrah: গোটা বিশ্বের ব্যাটারদের ত্রাস, স্ত্রীর সঙ্গে সমুদ্রে রোম্য়ান্টিক মেজাজে

Jasprit_Bumrah_(2)
1/10

তিনি ভারতীয় দলের (Team India) সেরা পেস-অস্ত্র। সারা বছর টানা ক্রিকেট খেলার ধকল যাতে তাঁকে কাবু করে না ফেলে, সেই জন্য আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা।
2/10

তিনি, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ক্রিকেট থেকে সাময়িক এই বিরতি উপভোগ করছেন। স্ত্রী সঞ্জনা গণেশনকে (Sanjana Ganesan) নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন নীল নির্জনে।
3/10

সমুদ্রবক্ষে নৌকাবিহার করতে দেখা গিয়েছে তারকা দম্পতিকে।
4/10

তারকা দম্পতি কারণ, বুমরা বিশ্বের অন্যতম সেরা পেসার। আর তাঁর স্ত্রী সঞ্জনা নামী সঞ্চালিকা। একটি প্রথম সারির ক্রীড়া সম্প্রচারকারী চ্যানেলের হয়ে কাজ করেন। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র হয়েও বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
5/10

বৃহস্পতিবার দম্পতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন। সেখানে দুজনকেই দেখা যাচ্ছে ছুটির মেজাজে।
6/10

বুমরা পরেছেন ডেনিম জিন্স। সঙ্গে সাদা গোলগলা টি-শার্ট। সঞ্জনাও ডেনিম জিন্স। সঙ্গে ঢিলেঢালা শার্ট।
7/10

দুজনের চোখেই রোদচশমা। ছবিতে দুজনকে দেখা যাচ্ছে নীল সমুদ্রের বুকে নৌকাবিহার করতে।
8/10

সঞ্জনা ছবির ক্যাপশনে লিখেছেন, 'নৌকার ওপর আমি বেশি নাটকীয় হয়ে যাই'। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
9/10

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে বুধবার রাতে। প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন রোহিত শর্মা। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। যদিও তাঁকে দ্বিতীয় ওয়ান ডে থেকে তাঁকে পাওয়া যাবে। তবে ২ ফর্ম্যাটের সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাকে।
10/10

গত মার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন যশপ্রীত-সঞ্জনা। ছবি - বুমরা ও সঞ্জনার ট্যুইটার থেকে নেওয়া
Published at : 27 Jan 2022 05:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
