ISL Exclusive: করোনার ধাক্কায় বেসামাল আইএসএলে নতুন পয়েন্ট পদ্ধতির ভাবনা
ISL News: আইএসএল আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, বাতিল হওয়া ম্যাচের জন্য নতুন সূচি তৈরি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
কলকাতা: জৈব সুরক্ষা বলয়ের বজ্র আঁটুনি ছিল। কিন্তু তার ফাঁক গলে হানা দিয়েছে করোনা। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত। সংক্রমণ ছড়িয়েছে বেশ কয়েকটি দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেদের মধ্যেও। যার জেরে বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ। আইএসএল (ISL) আয়োজকদের তরফে বলা হচ্ছে, বাতিল হওয়া ম্যাচগুলি নতুন দিন ঘোষণা করে আয়োজনের চেষ্টা করা হবে।
কিন্তু সেটা কি আদৌ সম্ভব? আইএসএল আয়োজকদের সঙ্গে কথা বলে যা নির্যাস পাওয়া যাচ্ছে, সেখানে উঁকি মারছে অন্য সম্ভাবনা। টুর্নামেন্টের ঠাসা ক্রীড়াসূচির মধ্য়ে নতুন করে ম্যাচ আয়োজনের সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করা হচ্ছে। বরং বাতুল হওয়া ম্যাচগুলির জন্য নতুন পয়েন্ট সিস্টেম চালু করা নিয়ে জোর আলোচনা চলছে। কীরকম?
শোনা গেল, যদি বাতিল হওয়া কোনও ম্যাচে দুই দলেরই ফুটবলারদের করোনা হয়ে থাকে, এবং মাঠে নামানোর জন্য দুই দলের কাছে অন্তত ১৫ জন করে মোট তিরিশ জন করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ফুটবলার না থাকে, তাহলে সেই ম্যাচকে গোলশূন্য ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হতে পারে।
আর যদি কোনও এক দলের ফুটবলাররা করোনায় কাবু হন? সেক্ষেত্রে অন্য দলের অন্তত ১৫ জন ফুটবলার নেগেটিভ হলে সেই দলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হবে। দেওয়া হবে তিন পয়েন্টও। কয়েকদিন ধরেই এই পয়েন্ট পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল। তবে করোনার প্রকোপ বিভিন্ন দলে যেভাবে বাড়ছে, তাতে দ্রুত সেই প্রস্তাবে শিলমোহর দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আজকের ম্যাচ স্থগিত
গত আইপিএলেও করোনা হানা দিয়েছিল। বিভিন্ন দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা আক্রান্ত হয়ে পড়ায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল। পরে সংযুক্ত আরব আমিরশাহিতে শেষ করা হয় টুর্নামেন্ট। তবে আইএসএলে সেরকম কোনও সম্ভাবনা নেই।
আইএসএল আয়োজনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, বাতিল হওয়া ম্যাচের জন্য নতুন সূচি তৈরি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাই নতুন পয়েন্ট সিস্টেম চালু করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে যে কোনও দিন।