(Source: ECI/ABP News/ABP Majha)
ISL, Mumbai City FC: ২২ তারিখ প্রথম ম্যাচে সামনে গোয়া, এবার কতটা শক্তিশালী আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি?
ISL 2021-22, Mumbai City FC: এটিকে মোহনবাগানকে হারিয়ে গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। তারপর দলে বেশকিছু রদবদল হয়েছে। দল ছেড়েছেন কোচ সার্জিও লোবেরা।
মুম্বই: বিপীন সিংহের শেষমুহূর্তের গোলে এটিকে মোহনবাগানকে হারিয়ে গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। তারপর দলে বেশকিছু রদবদল হয়েছে। দল ছেড়েছেন কোচ সার্জিও লোবেরা। বিদেশি ফুটবলারদের মধ্যে দল ছেড়েছেন অ্যাডাম লে ফন্ড্রে, হুগো বুমোস, বার্থোলোমিউ ওগবেচে, হেরমান সান্তানা, সাই গডার্ড। তাঁদের বদলে একঝাঁক নতুন ফুটবলার যোগ দিয়েছেন দলে।
এবার মুম্বইয়ের নতুন কোচ ইংল্যান্ডের ডেস বাকিংহাম। তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন দলের কোচ অবশ্য শক্তিশালী স্কোয়াডই পাচ্ছেন। দলের তিন গোলকিপার ফুরবা লাচেনপা, মহম্মদ নওয়াজ ও বিক্রম লখবীর সিংহ। ডিফেন্ডার রাহুল বেকে, অ্যামি রানাওয়াড়ে, মেহতাব সিংহ, মহম্মদ রাকিপ, নওচা সিংহ, ভিগনেশ দক্ষিণামূর্তি, মুর্তাদা ফল, ভালপুইয়া ও মন্দার রাও দেশাই। মিডফিল্ডারদের মধ্যে আছেন ক্যাসিও গ্যাব্রিয়েল, ব্র্যাড ইনম্যান, আহমেদ জাহু, রেনিয়ার ফার্নান্ডেজ, রাওলিন বর্জেস, নাওরেম টন্ডমবা সিংহ, চানসো হরাম, আসিফ খান ও লালেঙ্গমাওইয়া। স্ট্রাইকারদের মধ্যে আছেন বিক্রম প্রতাপ সিংহ, গুরকিরত সিংহ, ইগর আঙ্গুলো, বিপীন সিংহ, ইগর ক্যাটাটু ও প্রাঞ্জল ভূমিজ।
এবারের আইএসএল-এ অন্যতম ভারসাম্যযুক্ত দল মুম্বই সিটি এফসি। হুগো বুমোস ও অ্যাডাম লে ফন্ড্রে দল ছাড়লেও, যোগ দিয়েছেন ইগর আঙ্গুলো। গত মরসুমে এফসি গোয়া-র হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সিরি বি-র ক্লাব ভিয়া নভা থেকে লোনে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার ক্যাসিও গ্যাব্রিয়েলকে নিয়েছে মুম্বই। এছাড়া ব্রাজিলের ইগর ক্যাটাটুও আক্রমণের অন্যতম ভরসা। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে জাতীয় দলের হয়ে খেলা বিক্রম প্রতাপ সিংহও আছেন। পাশাপাশি বিপীন সিংহও আক্রমণের ভরসা। রাইট ব্যাক রাহুল বেকে দলে যোগ দেওয়ায় রক্ষণ শক্তিশালী হবে। মিডফিল্ডের ভরসা রাওলিন বর্জেস, লালেঙ্গমাওইয়া, আহমেদ জাহু, ব্র্যাড ইনম্যানরা।
২২ নভেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করছে চ্যাম্পিয়নরা। ১ ডিসেম্বর মুম্বইয়ের সামনে এটিকে মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে মুম্বইয়ের ম্যাচ ৭ জানুয়ারি।