(Source: ECI/ABP News/ABP Majha)
ISL 2023: শনিবারের যুবভারতীতে মোহনবাগান-পাঞ্জাব দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Mohun Bagan Supergiant vs Punjab FC: সবুজ মেরুন বাহিনী হুয়ান ফেরান্দোর কোচিংয়েই গত বছর এই টুর্নামেন্টে খেতাব ঘরে তুলেছিল। এবারও ডুরান্ড কাপ জিতেছে তাঁরা। এএফসি কাপেও দুর্দান্ত ফর্মে রয়েছে দল।
কলকাতা: একটা দল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন। আর একটি দল এই প্রথমবার টুর্নামেন্টে খেলতে নামছে। আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট ও পাঞ্জাব এফসি। সবুজ মেরুন বাহিনী হুয়ান ফেরান্দোর কোচিংয়েই গত বছর এই টুর্নামেন্টে খেতাব ঘরে তুলেছিল। এবারও ডুরান্ড কাপ জিতেছে তাঁরা। এএফসি কাপেও দুর্দান্ত ফর্মে রয়েছে দল। অন্যদিকে পাঞ্জাব এফসির আই লিগ থেকে পদন্নতি হয়ে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২২-২৩ মরসুমে আই লিগে চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব।
কাদের ম্যাচ?
আগামীকাল ২৩ সেপ্টেম্বর, মােহনবাগান সুপারজায়ান্ট বনাম পাঞ্জাব এফসির খেলা
খেলাটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে
খেলাটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার
চোটের জন্য গোটা মরসুমেই প্রায় পাওয়া যাবে না বাগানের অন্যতম ভরসা আশিক কুরিয়ানকে। ডুরান্ড কাপের ফাইনালে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না অনিরুদ্ধ থাপাও। তবে যাঁরা আছেন, তাঁদের নিয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে ঘুটি সাজাতে চাইছেন ফেরান্দো। বাগান কোচ বলছেন, ''আমার দল নিয়ে আমি খুবই খুশি। আমাদের দলে হয়তো অনেকেই অনেক ম্যাচে খেলতে পারবে না। কেউ চোট পাবে, কারও হয়তো কার্ড সমস্যা থাকবে। কিন্তু তাদের বদলে খেলার মতো বিকল্প ভাল ফুটবলার আমাদের আছে। তারাই খেলবে। তাই এই নিয়ে চিন্তিত নই। আমি আমার পরিকল্পনা বদলাব না। দলের সবাই ভাল খেলার জন্য তৈরি। সামনে লম্বা মরশুম। সব ম্যাচেই ভাল খেলতে হবে আমাদের।''
অন্যদিকে, ২০২০ সালে এই দলটি তৈরি হওয়ার পর গত মরসুমেই আই লিগ চ্যাম্পিয়ন (I League Champion) হয়েছিল দলটি। এরপর চলতি মরসুমের আইএসএল খেলার সুযোগ পেয়েছে তাঁরা। আইএসএলে নিজেদের অভিষেক মরসুমের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাঞ্জাব। দলের হেড কোচ স্তাইকোস ভার্জেতিসাস। এই মরসুমের দলের দায়িত্ব সামলাবেন স্লোভেনিয়ার ফুটবলার লুকা মাজেসিন।
তারুণ ও অভিজ্ঞতার মিশেলে তৈরি এবারের আইএসএলে পাঞ্জাব এফসির দলটি। ম্য়াচের আগের দিন কোচ স্তাইকোস বলছেন, ''ডুরান্ড কাপে আমরা যখন ২টো দল মুখোমুখি হয়েছিলাম, তখনের থেকে এই এখন দুটো দল আরও বেশি করে প্রস্তুতি সেরেছে। আমি নিশ্চিত সব প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা প্রথম আইএসএল ম্য়াচের জন্য উত্তেজিত হয়ে রয়েছেন। তবে মোহনবাগানের মত দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতেই হবে। আমরা ফোকাস নষ্ট করতে চাই না। নিজের প্লেয়ারদের পরিণতবোধের ওপর আমার বিশ্বাস রয়েছে। তাঁরা জানেন যে কী করতে হবে।''