East Bengal vs Hyderabad FC: হায়দরাবাদের বিরুদ্ধেও এল না জয়, ড্র করেই সন্তুষ্ট থাকতে হল লাল হলুদ শিবিরকে
East Bengal vs Hyderabad FC: বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি'র (hyderabad) বিরুদ্ধে এগিয়ে গিয়েও এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেড'কে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতেই লাল হলুদ দল।
গোয়া: এখনও পর্যন্ত জয় অধরাই থেকে গেল। এবারের আইএসএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল (sc east bengal)। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ম্যানুয়েল দিয়াজের ক্লাবকে। বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি'র (hyderabad) বিরুদ্ধে এগিয়ে গিয়েও এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেড'কে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতেই রয়ে গেল এসসি ইস্টবেঙ্গল (sc east bengal)।
ম্যাচের ২০ মিনিটে বিশ্বমানে ফ্রি-কিক থেকে গোল করে ইস্টবেঙ্গল'কে এগিয়ে দেন আমির ডার্বিসেভিচ। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল হলুদ শিবির। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় নাইজেরিয় স্ট্রাইকার বার্থলোমিউ ওগহবেচের গোলে ম্যাচে সমতা ফেরায় হায়দরাবাদ।
আইএসএলে এবারের সফরটা একদমই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে লাল হলুদ শিবির। এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি তারা। এই পরিস্থিতিতে আগামীকাল হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল (sc east bengal)। পাশের ক্লাব এটিকে মোহনবাগানে যেখানে টালমাটাল পরিস্থিতিতে কোচ বদল হয়েছে, সেখানে এখনও লাল হলুদের কোচের হটসিটে বহাল তবিয়তে রয়েছেন ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz)। চাপ অনুভব করছেন না? হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে কী বললেন ম্যানুয়েল দিয়াজ?
সাংবাদিক বৈঠকে সহকারী ট্রান্সলেটরকে নিয়ে উপস্থিত হয়ে এবিপি লাইভের তরফে প্রশ্ন করা হয়েছিল যে, এটিকে মোহন বাগান ক্রমাগত ব্যর্থ হওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। পারফরম্যান্সের বিচারে এসসি ইস্টবেঙ্গলও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন। চাপ নেই? প্রশ্নের উত্তরে ম্যানুয়েল দিয়াজ জানান, ''এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল একদম আলাদা দুটো দল, দু দলের পরিস্থিতিও আলাদা। চাপ আমার নিজের জন্যই। ক্লাবের পরিবেশ খুব একটা ভাল নয়। তাই দল ম্যাচ জিততে পারছে না। এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। এটিকে মোহনবাগান গতবারের ফাইনালিস্ট। কিন্তু এসসি ইস্টবেঙ্গল খেলোয়াড়দের সই করাতে অনেক দেরি করেছে। তাই এটিকে মোহনবাগানের সঙ্গে তুলনা করে লাভ নেই।''
আরও পড়ুন: হরনূরের শতরান, সংযুক্ত আরব আমিরশাহিকে ১৫৪ রানে হারাল অনূর্ধ্ব১৯ ভারতীয় দল