ISSF Junior World Championship: জুনিয়র বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ১৪ বছরের নম্য কপুরের
ISSF Junior World Championship: ফাইনালে ৩৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন নম্য। ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী রুপো জিতেছেন। তাঁর ঝুলিতে ৩৩ পয়েন্ট। আর আরেক ভারতীয় মনু ভাকের ব্রোঞ্জ জিতেছেন।
পেরু: আইএসএসএফ জুনিয়র বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেন ১৪ বছরের নম্য কপুর। ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন এই কিশোরী। ফাইনালে ৩৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন নম্য। ফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী রুপো জিতেছেন। তাঁর ঝুলিতে ৩৩ পয়েন্ট। আর আরেক ভারতীয় মনু ভাকের ব্রোঞ্জ জিতেছেন ৩১ পয়েন্ট নিয়ে।
চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি সোনা জিতেছেন মনু। পেরুর লিমায় আয়োজিত হওয়া আইএসএসএফ জুনিয়র বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার পিস্তল ইভেন্টে ফাইনালে মনুর রুপো জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু তিনি সেই সুযোগ মিস করেন। শ্যুট অফ ম্যাচে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে যান তিনি। এই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ৫৮৭ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নেন মনু ভাকের। তিনিই ছিলেন শীর্ষে। সেখানে ৫৮০ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করা নম্য কপুর যোগ্যতা অর্জন পর্বে ছিলেন ষষ্ঠ স্থানে। সেখান থেকেই ফাইনালে মনুকে টেক্কা দিয়ে বাজিমাত করলেন ১৪ বছরের এই কিশোরী। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সোনা জিতেছিলেন মনু সরবজোৎ সিংহের সঙ্গে জুটি বেঁধে। এছাড়াও পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনা জিতেছিলেন শ্রীকান্ত ধনুষ, রাজপ্রীত সিংহ ও পার্থ মাখিজা। আরিবা খান, রাইজ়া ধিলোঁ, গনেমত শেখোঁকে নিয়ে মহিলাদের স্কিট ইভেন্টের জন্য গঠিত ভারতীয় দল সোনা পেয়েছে ৬ পয়েন্ট সংগ্রহ করে। তাঁরা হারান ইতালিকে।
আইএসএসএফ জুনিয়র বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত। চলতি টুর্নামেন্টে ভারতের ঝুলিতে এসেছে ৭টি সোনা, ৬টি রুপো ও ৩টি ব্রোঞ্জ এখনও পর্যন্ত। টোকিও অলিম্পিক্সের পর এই প্রথম কোনও বড় শ্যুটিং টুর্নামেন্ট হচ্ছে। যেখানে ৩২টি দেশের ৩৭০ জন অ্যাথলিট অংশ নিয়েছেন টুর্নামেন্টে। এর আগে দিল্লিতে চলতি বছরে আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার মিক্সড এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন সৌরভ চৌধুরী ও মনু ভাকের জুটি। ইরানের গোলনাউস সেভাটোল্লাহি ও জাভেদ ফোরেঘির জুটিকে ১৬-১২ তে হারিয়ে সাফল্য পেয়েছিলেন সৌরভ ও মনু।