(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: 'নিঃসন্দেহে তোমার জীবনের সেরা ইনিংস', চেজ মাস্টারকে বললেন মাস্টার ব্লাস্টার
T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল ভারত। ৮২ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেললেন বিরাট কোহলি।
মেলবোর্ন: গতকালই কি কেরিয়ারের সেরা ইনিংসটি খেলে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)? এই তো কয়েক মাস আগেও সবাই তেড়ে উঠেছিলেন যে শেষ হয়ে গিয়েছেন বিরাট। সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকানোর পর কোথাও একটা সবাইকে ভুল বার্তা দিতে চেয়েছিলেন কোহলি। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পর গোটা বিশ্বজুড়ে বিরাট বন্দনা। রান তাড়া করতে নেমে তিনি যে এখনও চেজ মাস্টার, তা বুঝিয়ে দিয়েছেন আরও একবার। এবার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও বিরাটের গতকালের ইনিংস দেখার পর বলে দিলেন যে, এটিই বিরাটের কেরিয়ারের সেরা ইনিংস।
কী বললেন সচিন তেন্ডুলকর?
নিজের ট্যুইটারে বিরাটের ইনিংস দেখার পর সচিন ট্যুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ''নিঃসন্দেহে তোমার জীবনের সেরা ইনিংস। ১৯ তম ওভারে হ্যারিস রউফের বলে ব্যাকফুটে গিয়ে লং অনের ওপর দিয়ে যে ছক্কাটা হাঁকালে ওটা অনবদ্য। তোমাকে খেলতে দেখা সত্যিই অসাধারণ এক অনুভূতি। এভাবেই এগিয়ে যাও।''
.@imVkohli, it was undoubtedly the best innings of your life. It was a treat to watch you play, the six off the back foot in the 19th over against Rauf over long on was spectacular! 😮
— Sachin Tendulkar (@sachin_rt) October 23, 2022
Keep it going. 👍 #INDvPAK #T20WorldCup pic.twitter.com/FakWPrStMg
বিসিসিআই সচিব জয় শাহ নিজের ট্যুইটারে পোস্টে লিখেছেন, ''চেজ মাস্টার ফিরে এসেছে। কী অপূর্ব একটা ম্যাচের সাক্ষী থাকলাম আমরা!''
কী বলছেন বাবর আজম?
ম্যাচ হারের পর সাংবাদিক বৈঠকে এসে বাবর বলেন, ''আমরা দারুণ বল করেছিলাম। তবে সব কৃতিত্বই অবশ্যই বিরাট ও হার্দিককে দিতে চাই। আমরা ১০ ওভার পর পার্টনারশিপ গড়তে পেরেছিলাম। আমাদেরও সুযোগ ছিল। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়িত করতে পারিনি। এখানও বিরাটের কৃতিত্ব প্রাপ্য।''
এরপরই ডানহাতি এই ব্যাটার বলেন, ''যখনই ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তখনই তা আলাদা একটা চাপ অনুভব করায়। বিরাট যে বড় মাপের প্লেয়ার তা আরও একবার প্রমাণ করল। যেভাবে চাপ কাটিয়ে খেলাটা ধরে নিল, তার কোনও তুলনা হয় না। ওখানেই ম্যাচের রাশ ভারতের হাতে চলে যায়।''