এক্সপ্লোর
Advertisement
টেস্টে অভিষেকের মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণে রাখা সহজ ছিল না, বলছেন ময়ঙ্ক অগ্রবাল
মেলবোর্ন: ভারতের হয়ে টেস্টে প্রথম ইনিংসেই ৭৬ রান করেছেন ময়ঙ্ক অগ্রবাল। তাঁর এই ইনিংস প্রশংসিত হচ্ছে। তবে এই তরুণ বলছেন, ‘ভারতের টেস্ট দলের টুপি পাওয়ার অনুভূতি অসামান্য। আমি যখন টুপিটা পেলাম, তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সারাজীবন এটা আমার স্মৃতিতে থাকবে। আমার প্রথমেই মনে হয়েছিল, আমার জাতীয় দলের টুপির নম্বর ২৯৫। আবেগ নিয়ন্ত্রণে রেখে খেলায় মন দেওয়া সহজ ছিল না। তবে সেটা করতেই হত। আমি শুধু পরিকল্পনা অনুযায়ী খেলতে চাইছিলাম। আমি যেভাবে শুরু করেছি, তাতে খুশি।’
টেস্ট অভিষেকের জন্য ময়ঙ্ককে এক বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সেই সুযোগ পাওয়ার পরেই তিনি দুর্দান্ত ইনিংস উপহার দিলেন। সপ্তম ভারতীয় ওপেনার হিসেবে টেস্টে অভিষেক ইনিংসেই অর্ধশতরান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে সর্বোচ্চ স্কোর তাঁরই। এ প্রসঙ্গে কর্ণাটকের এই ব্যাটসম্যান বলেছেন, ‘এটা বড় মঞ্চ। সেখানে আমি সুযোগ পেয়েছি। সিনিয়ররা আমাকে সাহায্য করেছেন। আমি আরও রান করতে পারলে খুশি হতাম। তবে ৭৬ রান করে আমি সন্তুষ্ট। যদিও দিনের শেষে আরও রান করে অপরাজিত থাকলে ভাল লাগত। এমসিজি-তে টেস্ট অভিষেকের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement