Neeraj Chopra Sachin Yadav: নীরজ-আর্শাদের হতাশার রাতে জ্বলে উঠলেন ভারতের সচিন, অল্পের জন্য পদক হাতছাড়া
World Athletics Championship: হতাশ করলেন নীরজ। পাকিস্তানের আর্শাদ নাদিমও ব্যর্থ। প্যারিস অলিম্পিক্সে যিনি নীরজকে হারিয়ে সোনা জিতেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে চমক দিলেন ভারতের সচিন যাদব।

টোকিও: বৃহস্পতিবার দুপুর থেকে আশায় বুক বেঁধে বসেছিলেন ভারতের আপামর ক্রীড়াপ্রেমীরা। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নেমেছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি ফের বিশ্ব মঞ্চে জ্বলে উঠতে পারেন কি না, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ।
তবে হতাশ করলেন নীরজ। পাকিস্তানের আর্শাদ নাদিমও ব্যর্থ। প্যারিস অলিম্পিক্সে যিনি নীরজকে হারিয়ে সোনা জিতেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে চমক দিলেন ভারতের সচিন যাদব। অল্পের জন্য পদক হাতছাড়া হলেও, চার নম্বরে শেষ করে তাক লাগালেন।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন কেসহর্ন ওয়ালকট। তিনি ৮৮.১৬ মিটারের থ্রো করেছেন। রুপো পেলেন অ্যান্ডারসন পিটার্স (৮৭.৩৮ মিটার)। ব্রোঞ্জ জিতলেন কার্টিস থম্পসন (৮৬.৬৭ মিটার)। নীরজ সর্বোচ্চ ৮৪.০৩ মিটার অতিক্রম করে অষ্টম স্থানে শেষ করলেন। সচিন যাদব ৮৬.২৭ মিটার থ্রো করে চতুর্থ স্থান পেলেন।
নীরজ বনাম আর্শাদ নাদিম লড়াই দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। দুই প্রতিবেশি দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ারের লড়াই ঘিরে প্রত্যাশার পারদ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু দুজনই ব্যর্থ হলেন। নীরজ প্রথম থ্রোয়ে ৮৩.৬৫ মিটার অতিক্রম করেন। আর্শাদ নাদিম প্রথম থ্রোয়ে ৮২.৭৩ মিটার অতিক্রম করেন। সচিন যাদব অবাক করে দেন প্রথম থ্রোয়ে। ৮৬.২৭ মিটার থ্রো করেন তিনি। এটাই তাঁর ব্যক্তিগত সেরা থ্রো। প্রথম থ্রোয়ের শেষে সচিন যাদব দ্বিতীয় স্থানে ছিলেন। নীরজ ছিলেন পঞ্চম স্থানে। আর্শাদ সপ্তমে। আর্শাদের দ্বিতীয় থ্রো ফাউল হয়।
দ্বিতীয় থ্রোয়ে নীরজ ৮৪.০৩ মিটার অতিক্রম করেন। দ্বিতীয় থ্রো ফাউল করেন সচিন। দ্বিতীয় থ্রোয়ের শেষে সচিন যাদব নেমে যান চতুর্থ স্থানে। নীরজ নেমে যান আট নম্বরে। তৃতীয় থ্রো ফাউল করেন নীরজ। তৃতীয় থ্রোয়ে আর্শাদ ছোড়েন ৮২.৭৫ মিটার। সচিন যাদব ৮৫.৭১ মিটার ছোড়েন। আর্শাদ নাদিম ছিটকে যান চতুর্থ থ্রোয়ের পরে। তাঁর অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।
পঞ্চম থ্রোয়ের পরে ভারতের দু'বারের অলিম্পিক্স পদকজয়ী নীরজ চোপড়া ছিটকে যান। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জিতে ভারতীয় অ্যাথলেটিক্সে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। সেই টোকিওতেই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে পৌঁছলেও নীরজ পদক জিততে পারলেন না।
পদকের খুব কাছে গিয়েও সুযোগ হাতছাড়া হয়েছে সচিন যাদবের। চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি। আর্শাদ ফাইনালে নীরজের আগেই বাদ পড়ে যান।






















