ICC Rankings: কমনওয়েলথে দুরন্ত পারফরম্যান্সের সুফল, ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ ঢুকে পড়লেন জেমাইমা
Jemimah Rodrigues: বার্মিংহামে মোট ১৪৬ রান করেন জেমাইমা। অক্টোবর ২০২১ সালের পর থেকে এই প্রথমবার তিনি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় প্রথম ১০-এ প্রবেশ করলেন।
দুবাই: রবিবারই অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ক্রিকেটে গোল্ড মেডেল ম্যাচ। সেই ম্য়াচে ভারতকে পরাজিত করে সোনা জিতেছে অস্ট্রেলিয়ার। তারপরেই আইসিসির তরফে নতুন টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং (ICC T20I Rankings) প্রকাশ করা হল। কমনওয়েলথ গেমসে দুর্দান্ত ফর্মে থাকা জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) নতুন প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি ঘটেছে।
জেমাইমার উন্নতি
বার্মিংহামে মোট ১৪৬ রান করেন জেমাইমা। গ্রুপ পর্বের শেষ ম্যাাচে বার্বাডোজের বিরুদ্ধে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ইনিংস ছিল নজরকাড়া। সেই সুবাদেই ব়্যাঙ্কিংয়ে এক লাফে সাত ধাপ উঠে এলেন জেমাইমা। নতুন প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে তিনি ১০ নম্বরে রয়েছেন। অক্টোবর ২০২১ সালের পর থেকে এই প্রথমবার জেমাইমা টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় প্রথম ১০-এ প্রবেশ করলেন। তবে তিনি কিন্তু একমাত্র ভারতীয় নন। প্রথম ১০ টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় রয়েছেন ভারতের দুই তারকা ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানাও।
স্মৃতি অবশ্য কমনওয়েলথে ভাল পারফর্ম করেও দুই ধাপ নীচে নেমে গিয়েছেন। তিনি বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন। শেফালিও একধার নীচে নেমে ছয় নম্বরে রয়েছেন। অপরদিকে, দীপ্তি শর্মা ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ৩৬ নম্বরে রয়েছেন। ব্যাটারদের তালিকায় এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাইনালের নায়ক বেথ মুনি। কমনওয়েলথের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (১১ উইকেট) রেনুকা সিংহও (Renuka Singh) ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছেন। তিনি ১০ ঘাপ এগিয়ে বর্তমানে বোলারদের তালিকায় ১৮ নম্বরে রয়েছেন।
Back at the 🔝
— ICC (@ICC) August 9, 2022
Beth Mooney has regained her No.1 spot on the @MRFWorldwide ICC Women’s T20I Player Rankings for batters 🔥
More ➡️ https://t.co/BrvkjRfqxj pic.twitter.com/wF8LPOkS0t
রেনুকার সেরা ব়্যাঙ্কিং
রেনুকা এই প্রথমবার আইসিসির বোলারদের তালিকায় প্রথম ২০-এর মধ্যে প্রবেশ করলেন। প্রথম ১০ থাকা একমাত্র ভারতীয় বোলার দীপ্তি শর্মা। তিনি একধাপ নীচে নেমে ছয় নম্বরে রয়েছেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় অবশ্য দীপ্তি বর্তমানে চারেই রয়েছেন। এছাড়া ভারতীয় বোলারদের মধ্যে বাঁ-হাতি স্পিনার রাধা যাদব ব়্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন।
আরও পড়ুন: ভারতের আগ্রাসী ব্যাটিংয়ের রহস্য অবশেষে ফাঁস করলেন অধিনায়ক রোহিত