Jhulan Goswami: বিমানবন্দরেই দেদার সেলফির আবদার, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়েই ঘরে ফিরলেন ঝুলন
Jhulan Goswami Update: ঝুলন বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই ২ দিক থেকে পুষ্পবৃষ্টি করা হয়। এছাড়াও সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন কিংবদন্তি এই মহিলা পেসারকে।
কলকাতা: ঘরের মেয়ে ঘরে ফিরলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানিয়েছেন কিছুদিন আগেই। আজ শহরে ফিরলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কলকাতা বিমানবন্দরে পা রাখতেই ঝুলনকে নিয়ে উন্মদনায় মেতে উঠলেন অনেক খুদে ক্রিকেটার। এদিন চাকদা এক্সপ্রেকে বরণ করে নিতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন সিএবির অনেক কর্মকর্তারা। ছিলেন সভাপতি অভিষেক ডালমিয়া। ঝুলন বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই ২ দিক থেকে পুষ্পবৃষ্টি করা হয়। এছাড়াও সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন কিংবদন্তি এই মহিলা পেসারকে।
কী বললেন ঝুলন?
২০৪ ওয়ান ডে ম্যাচে ২৫৫ উইকেট। ১২টি টেস্টে ৪৪টি উইকেট ও টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে ৫৬ উইকেট ঝুলিতে রয়েছে ঝুলনের। সর্বাধিক উইকেটের মালিক তিনি মহিলা ক্রিকেটে। কেরিয়ারের প্রথম ম্যাচ, শেষ ম্যাচ ও ২০১৭ বিশ্বকাপকে নিজের কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত বলেছেন ঝুলন। এছাড়াও বিশ্বকাপ না জেতা অন্যতম আক্ষেপ বলেছেন তারকা পেসার। কণিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসাবে (২৩ বছর ২২৭ দিন) এক টেস্ট ১০ উইকেট নিয়েছেন ঝুলন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুই দশক আগে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই লর্ডসে দুই দশক পর একগুচ্ছ রেকর্ড গড়ে কেরিয়ার শেষ করলেন ঝুলন গোস্বামী। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ঝুলনই একমাত্র বোলার হিসাবে ২৫০-র অধিক উইকেটে (২৫৫) নিয়েছেন। ভারতের হয়ে ২০০৫ থেকে ২০২২, মোট পাঁচটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছেন ঝুলন। বিশ্বকাপ না জিততে না পারলেও বিশ্বকাপে সর্বাধিক ৪৩টি উইকেট কিন্তু ঝুলনই নিয়েছেন।
নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ঝুলন লেখেন, ''আজ সেই দিনটা এসেই গিয়েছে। সব যাত্রাই যেমন কোনও না কোনোদিন শেষ হয়, তেমনভাবেই আমার ২০ বছরের অধিক সময়ের ক্রিকেটীয় সফরও আজ শেষ হচ্ছে। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার জন্য এই সফরটা সবথেকে সন্তোষজনক। আমি দুই দশকের অধিক সময় ধরে ভারতীয় জার্সি পরে মাঠে নামার এবং নিজের দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছি। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত কানে আসলে বরাবরই আমি গর্ববোধ করেছি।''