Justin Langer Resign: অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার
Justin Langer Resign: বোর্ডের পক্ষ থেকে তা গৃহীতও করা হয়েছে। ৪ বছর স্মিথ, কামিন্সদের কোচের পদে দায়িত্ব সামলেছেন প্রাক্তন এই অজি তারকা। তাঁর কোচিংয়ে গত অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
মেলবোর্ন: অস্ট্রেলিয়া পুরুষ দলের কোচ পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার। তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। বোর্ডের পক্ষ থেকে তা গৃহীতও করা হয়েছে। ৪ বছর স্মিথ, কামিন্সদের কোচের পদে দায়িত্ব সামলেছেন প্রাক্তন এই অজি তারকা। তাঁর কোচিংয়ে গত অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপও প্রথমবারের জন্য ঘরে তোলে ফিঞ্চ বাহিনী।
তিন সপ্তাহ পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগেই সরে দাঁড়ালেন ল্যাঙ্গার। মনে করা হচ্ছে যে, ল্যাঙ্গারের অনুপস্থিতিতে সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোচিংয়ের দায়িত্ব নিতে পারেন। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাকডোনাল্ডকে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে ল্যাঙ্গারের পারফরম্য়ান্স রিভিউ করে পূর্ণমেয়াদি কোচ করা হবে। এর মাঝে আবার স্বল্পমেয়াদি কোচ হিসেবে কাজ করার জন্যও ল্যাঙ্গারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি ৫১ বছরের প্রাক্তন ক্রিকেটার। ড্রেসিংরুমে প্লেয়ারদের সঙ্গেও তাঁর দূরত্ব বেড়েছে এমন খবর শোনা যাচ্ছিল। এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়,''হেড কোচ জাস্টিন ল্যাঙ্কারের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। জাস্টিনকে স্বল্পমেয়াদি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। যা উনি মানতে চাননি। ২০১৮ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর টিমকে দুরন্ত সাফল্য দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।''
Cricket Australia has today accepted the resignation of men's team head coach Justin Langer. pic.twitter.com/BhjrN9kuF3
— Cricket Australia (@CricketAus) February 5, 2022
১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কা আসতে চলেছে অস্ট্রেলিয়ায়। তারপরে অজিরা মার্চ মাসে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাকিস্তান সফরে যাবে। ২৪ বছরে প্রথমবার পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া।