এক্সপ্লোর
হৃদরোগে আক্রান্ত কপিল দেব, ভর্তি হাসপাতালে, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হল
হরিয়ানা হ্যারিকেন তকমা পাওয়া ভারতের অন্যতম সর্বকালের সেরা অলরাউন্ডার কপিলের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয় করে, ওয়েস্ট ইন্ডিজের মতো তখনকার বিশ্ব ক্রিকেটে মহাশক্তিমান টিমকে হারিয়ে।

নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত কপিল দেব। শুক্রবার সকালে আচমকা বড়সড় হার্ট অ্যাটাক হয় তাঁর। দ্রুত তাঁকে দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়।যদিও তাঁর হঠাত্ অসুস্থতা হয়ে পড়া নিয়ে তাঁর পরিবার সূত্রে কিছু বলা হয়নি। তবে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আপাততঃ তিনি স্থিতিশীল বলে খবর। হরিয়ানা হ্যারিকেন তকমা পাওয়া ভারতের অন্যতম সর্বকালের সেরা অলরাউন্ডার কপিলের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয় করে, ওয়েস্ট ইন্ডিজের মতো তখনকার বিশ্ব ক্রিকেটে মহাশক্তিমান টিমকে হারিয়ে। লর্ডসে সেদিন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে প্রবাসী ভারতীয়দের মাতামাতির দৃশ্য কোনওদিন ভোলার নয়। ক্রিকেট থেকে অবসর নিলেও জনজীবনে অত্যন্ত সক্রিয় ছিলেন কপিল। আইপিএল ২০২০ নিয়ে নিজের মতামত দিচ্ছিলেন বিভিন্ন খেলার চ্যানেল, সংবাদ মাধ্যমে। ৬১ বছরের কপিলের অসুস্থতার খবরে তীব্র উদ্বেগ, সংশয় ছড়িয়ে পড়েছে তাঁর ভক্তকূলে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















