Karun Nair: প্রিয় ক্রিকেট, আর একটা সুযোগ দাও, করুণ-আর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
BCCI:- করুণ নায়ার এখন কার্যত অন্ধকারে। জাতীয় দলের ধারেকাছে নেই। তাঁর রাজ্য দল কর্নাটক থেকেও বাদ পড়েছেন।
বেঙ্গালুরু: টেস্ট ক্রিকেটে তিনি ট্রিপল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। করুণ নায়ার (Karun Nair) সেই সময় ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বক্রিকেটেরও বেশ পরিচিত নাম।
অথচ সেই করুণ নায়ার এখন কার্যত অন্ধকারে। জাতীয় দলের ধারেকাছে নেই। তাঁর রাজ্য দল কর্নাটক থেকেও বাদ পড়েছেন। সেই করুণ নায়ার একটা সুযোগের প্রার্থনা করলেন সোশ্যাল মিডিয়ায়। যে পোস্ট কার্যত ভাইরাল হল।
২০১৭ সালের মার্চে ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন। তারপর তো এমন পরিস্থিতি হয়েছে যে টিম ইন্ডিয়ার কাছাকাছিও নেই। এবার রঞ্জি ট্রফিতেও কর্নাটক দলে সুযোগ মেলেনি। তারপরই করুণ নায়ার যে ট্যুইট করলেন, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শনিবার সন্ধ্যার দিকে একটি আবেগমাখা বার্তায় নায়ার লেখেন, 'প্রিয় ক্রিকেট, আমায় একটা সুযোগ দাও।'
মনে করা হচ্ছে, আসন্ন রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে কর্ণাটকের দলে সুযোগ না পেয়েই হতাশা থেকে সম্ভবত এই ট্যুইট করেছেন নায়ার। কারণ কর্ণাটকের দল ঘোষণার কিছুক্ষণ পরই নায়ারের অ্যাকাউন্ট থেকে সেই টুইট করা হয়।
ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। নায়ারের সমর্থনে অনেকেই ট্যুইট করেছেন। প্রাক্তন ভারতীয় পেসার ও কর্ণাটকের প্রাক্তন খেলোয়াড় ডোড্ডা গণেশ বলেন, 'মন শক্ত কর, করুণ। তুমি আবার ফিরে আসবে। তুমি এখনও দারুণ মানের ব্যাটার।' আর একজন লিখেছেন, 'কঠোর পরিশ্রম চালিয়ে যাও করুণ। তোমার সামনে একদিন সুযোগ আসবেই।'
Dear cricket, give me one more chance.🤞🏽
— Karun Nair (@karun126) December 10, 2022
অনেকে আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। একজন লিখেছেন, 'ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন। গড় ৬২-র বেশি। কিন্তু মাত্র ছ'টি টেস্টের পর তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন? কারও কারও তো গড় ২৭ থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে লাগাতার টেস্ট খেলে যাচ্ছেন। এই বিভাজন কেন?' আর এক নেটিজেন আবার লিখেছেন, 'আপনাকে লাগাতার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে হবে। পৃথ্বীর মতো খেলোয়াড় সুযোগ পাচ্ছেন না। ভারতীয় দলে সুযোগ পেতে তিনগুণ পরিশ্রম করতে হবে।'
ভারতের জার্সিতে মোট ছ'টি টেস্ট খেলেছেন করুণ। করেছেন মোট ৩৭৪ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাজিত ৩০৩ রান করেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ২০১৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের পর ভারতীয় দলের জার্সি পরে আর লাল বলের ক্রিকেট খেলেননি। একদিনের ক্রিকেটে তো ভারতের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৬ সালের জুনে।
সম্প্রতি তেমন ছন্দেও নেই করুণ। আইপিএলে তেমন দাগ কাটতে পারেননি। মহারাজা টি-টোয়েন্টি লিগেও আহামরি পারফরম্যান্স করেননি। মাইসুরু ওয়ারির্সের হয়ে ১২ ম্যাচে ২৫৭ রান করেছিলেন।
আরও পড়ুন: দল হারলেও, রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় আক্ষেপ নেই পর্তুগিজ কোচের