এক্সপ্লোর
Advertisement
ভিডিওতে দেখুন, মহিলাদের অনূর্ধ্ব-১৯ একদিনের প্রতিযোগিতায় হ্যাটট্রিক সহ ১০ উইকেট চণ্ডীগড়ের কাশভী গৌতমের
বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা করে ট্যুইটারে ১০টি উইকেট নেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে।
কাডাপা (অন্ধ্রপ্রদেশ): মহিলাদের অনূর্ধ্ব-১৯ একদিনের প্রতিযোগিতায় অবিশ্বাস্য পারফরম্যান্স দেখালেন চণ্ডীগড়ের কাশভী গৌতম। তিনি ৪.৫ ওভার বল করে একটি মেডেন সহ ১২ রান দিয়ে ১০ উইকেট নেন। নিজের দ্বিতীয় ওভারে তিনি হ্যাটট্রিকও করেন। বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা করে ট্যুইটারে ১০টি উইকেট নেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত শুধু ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে ছাড়া আর কেউ এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে দেবাশিস মোহান্তি ও রেক্স সিংহ এক ইনিংসে ১০ উইকেট নেন। তবে তাঁরা কেউই একদিনের ম্যাচে ১০ উইকেট নেননি, যা করে দেখালেন কাশভী। তাঁর ১০ উইকেটের মধ্যে ৬টি এলবিডব্লু ও বাকি চারটি বোল্ড। তাঁর অসাধারণ বোলিংয়ের সুবাদে ৮.৫ ওভারের মধ্যে মাত্র ২৫ রানে অলআউট হয়ে যায় অরুণাচল। এর আগে ব্যাট করতে নেমে ৪৯ রান করেন এই তরুণী। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ১৬১ রানে ম্যাচ জেতে চণ্ডীগড়।Hat-trick ✅ 10 wickets in a one-day game ✅ 49 runs with the bat ✅ Leading from the front ✅
4.5-1-12-10! ???????? Kashvee Gautam stars as Chandigarh beat Arunachal Pradesh in the @paytm Women’s Under 19 One Day Trophy. ???????? #U19Oneday Scorecard ???????? https://t.co/X8jDMMh5PS pic.twitter.com/GWUW9uUgtF — BCCI Women (@BCCIWomen) February 25, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement