Kevin Pietersen Tweet: ক্রিকেট নয়, যুবরাজ-পিটারসেনের মধ্যে জমে উঠল ফুটবলের লড়াই
Kevin Pietersen Tweet: মুখোমুখি মহারণে একে অপরকে টেক্কা দিয়েছেন বারবার। ২ জনই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন হয়ে গেল। এবার ক্রিকেট নয়, ফুটবলের লড়াইয়ে মেতে উঠলেন ২ জন।
ম্যাঞ্চেস্টার: ২২ গজের ধুরন্ধর ২ ক্রিকেটার। নিজেদের দেশের জার্সিতে একাধিক স্মরণীয় মুহূর্তের সাক্ষী তাঁরা। মুখোমুখি মহারণে একে অপরকে টেক্কা দিয়েছেন বারবার। ২ জনই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেকদিন হয়ে গেল। এবার ক্রিকেট নয়, ফুটবলের লড়াইয়ে মেতে উঠলেন ২ জন। তবে মাঠে নেমে নয়। সোশ্য়াল মিডিয়া। কীভাবে? তাহলে জেনে নেওয়া যাক -
সোশ্য়াল মিডিয়ায় যুবরাজ-পিটারসেন দ্বৈরথ
ক্রিকেটের বাইরে যুবরাজের ফুটবল প্রেম কারও অজানা নয়। ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত বাঁহাতি প্রাক্তন অলরাউন্ডার। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে খেলতে নেমেছিল রেড ডেভিলসরা। সেই ম্যাচেই ৪-০ ব্যবধানে হেরে যায় রোনাল্ডাে বাহিনী। এরপরেই সোশ্য়াল মিডিয়ায় যুবরাজের সঙ্গে ঠাট্টা করতে থাকেন কেভিন পিটারসেন। ম্যান ইউ এবার চ্যাম্পিয়ন্স লিগেও সেমিতে উঠতে পারেনি। তার ওপর প্রিমিয়ার লিগে ব্রাইটনের মতো দলের বিরুদ্ধে এভাবে লজ্জার হার। পিটারসেন এরপরই ট্যুইটারে মজা করতে থাকেন যুবির সঙ্গে। তবে কম যান না যুবিও। তিনিও চ্য়াম্পিয়ন্স লিগে পিটারসেনের প্রিয় দল চেলসির ছিটকে যাওয়াকে টেনে এনে ইংল্যান্ড তারকাকে নিয়ে ঠাট্টা করতে থাকেন। এই লড়াই বেশ জমে ওঠে ট্যুইটারে। ২ প্রাক্তন ক্রিকেটারের সমর্থকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন ২ জনের 'সোশ্য়াল যুদ্ধ'।
কোহলি ও রোনাল্ডোকে একই সারিতে রাখছেন পিটারসেন
কিছুদিন আগেও বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একই সারিতে রেখেছিলেন কেভিন পিটারসেন। তিনি জানিয়েছিলেন, "কোহলিকে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে তাকাতে হবে। দু'টি একই রকমের ব্র্যান্ড দু'টি ভিন্ন দল ও ভিন্ন খেলা। বিরাট কোহলি ক্রিকেটের একদম ওপরে। রোনাল্ডো ফুটবলের শীর্ষে। একজন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলে, অন্যজন আরবিসি ও ভারতের হয়ে খেলে। দু'জনেই বড় ব্র্যান্ড। তাদের নিয়ে কথা হবে। জিতেই তারা নিজেদের স্ট্যাটাস ধরে রাখতে পারবে।"
আরো পড়ুন: ''যোগ্য সম্মান পাইনি", আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক গেল