IPL 2022: ''যোগ্য সম্মান পাইনি", আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক গেল
IPL 2022 Chris Gayel: আইপিএলের শুরু থেকেই তিনি খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর, পাঞ্জাব কিংসের জার্সিতে খেলতে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই কিংবদন্তিকে।
বার্বাডোজ: টি-টোয়েন্টি ফর্ম্যাট, আইপিএলের (IPL) কথা উঠলেই এই মানুষটার কথা বলতেই হবে। বছরের পর বছর ধরে বোলারদের রাতের ঘুম উড়িয়েছেন ব্যাটিং তাণ্ডবের মাধ্যমে। তিনি ব্যাট হাতে মাঠে নামা মানেই গ্যালারি আছড়ে পড়া একের পর এক বল। চার-ছক্কার বন্যা। কিন্তু সেই ক্রিস গেল এবার কিছুটা অভিমানী। আর সেই অভিমান আইপিএল নিয়েই। এবারের আইপিএলের আগেই নিজের নাম সরিয়ে নিয়েছিলেন গেল।
কী বলছেন গেল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউনিভার্সাল বস বলেন, ''গত দু’বছর ধরে আইপিএল যে ভাবে চলছে, তাতে মনে হয়েছে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না। আমি ভাবলাম, যা হয়েছে আমার তো কিছু করার নেই। ক্রিকেট এবং আইপিএলে যথেষ্ট অবদান রাখার পরেও কেউ যদি প্রাপ্য সম্মান না দেয়, তা হলে ঠিক আছে। নিজের নাম নিলামের তালিকায় দেখার জন্য আকুল নই। এই নিয়ে অত কিছু ভাবিওনা আমি। সে জন্য ছেড়ে দিয়েছি। ক্রিকেটের পরেও তো জীবন থাকবে। আমি এই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।"
আইপিএলে কোন কোন দলে খেলেছেন গেল?
২০০৮ সালে প্রথম বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গেল। এরপর কয়েক বছর নাইট শিবিরে থাকার পর আরসিবিতে যোগ দেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য। আইপিএলে এখনও অনেক রেকর্ডই নিজের নামে করে রেখেছেন গেল। তবে গত ২ বছরের সেভাবে মাঠে দেখা যায়নি গেলকে। পাঞ্জাব কিংসের হয়ে খেলছিলেন তিনি। কিন্তু তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি বলেই মনে করেন গেল।
বিভিন্ন দেশে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন গেল। গত বছর দেশের জার্সিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন। কিন্তু এবার আইপিএলের নিলাম থেকেই নিজের নাম তুলে নিয়েছিলেন বাঁহাতি এই তারকা ব্যাটার।
আরো পড়ুন: আজ উইলিয়ামসনদের বিরুদ্ধে বদলার লড়াই ডু প্লেসিদের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?