Kiran More corona positive: মুম্বই শিবিরে করোনার হানা, আক্রান্ত উইকেটকিপারদের পরামর্শদাতা মোরে
টুর্নামেন্ট শুরু হতে আর ঠিক দুদিন বাকি। ফের আইপিএলে করোনার থাবা।
মুম্বই: টুর্নামেন্ট শুরু হতে আর ঠিক দুদিন বাকি। ফের আইপিএলে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপারদের পরামর্শদাতা কিরণ মোরে।
আইপিএল শুরুর আগেই একের পর এক করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসছে। টুর্নামেন্টের আয়োজকদের উদ্বেগ বাড়িয়ে এবার আক্রান্তের তালিকায় নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউট, জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার কিরণ মোরে। যিনি রোহিত শর্মাদের দলে উইকেটকিপারদের পরামর্শদাতা হিসাবে কাজ করেন। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স থেকেই জানানো হল এই তথ্য।
একটি বিবৃতিতে মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, “কিরণ মোরে আপাতত উপসর্গহীন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলের চিকিৎসকেরা নিয়মিত বোর্ডের রীতি মেনে মোরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।”
বিবৃতি প্রকাশের পাশাপাশি সমর্থকদের করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নিরাপদে থাকার পরামর্শও দিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। মঙ্গলবার মোরে একা নন, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ওয়াংখেড়ের দুজন মাঠকর্মী এবং এক কর্মীর। এক সময় ভাবা হয়েছিল, মুম্বইয়ে আইপিএল আয়োজনই হয়তো অনিশ্চিত হয়ে পড়বে। তবে সোমবারই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে আইপিএল আয়োজনের ছাড়পত্র পেয়ে গিয়েছে ওয়াংখেড়ে।
টুর্নামেন্ট শুরু হতে দুদিন বাকি। তার আগে করোনার হানা চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও। ৯ এপ্রিল প্রথম ম্যাচেই আবার মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মারা মুখোমুখি হবেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। সেই ম্যাচের ৪৮ ঘন্টা আগেই বড়সড় ধাক্কা। ওয়াংখেড়েতে অবশ্য আইপিএলের প্রথম ম্যাচ ১০ এপ্রিল, টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন। সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস খেলবে ঋষভ পন্থের দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে।
চিন্তা দুর্বল বোলিং ও জোফ্রার চোট, রাজস্থানের ভরসা শুধু স্টোকস
গত মরসুমে আরসিবির সর্বোচ্চ স্কোরার এবং ওপেনার দেবদূত পাড়িক্কল করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত তিনি নিজের বেঙ্গালুরুর বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। এখনও বেশ কয়েকটি করোনা পরীক্ষা হবে তাঁর। রিপোর্ট নেগেটিভ হওয়ার পরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। শনিবার ওয়াংখেড়ের ১০জন মাঠকর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।