এক্সপ্লোর
কেকেআর-এর অধিনায়ক দীনেশ কার্তিক

ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক নির্বাচিত হলেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক। সহ-অধিনায়ক হয়েছেন রবিন উথাপ্পা। আজ একটি টেলিভিশন চ্যানেলে কেকেআর-সংক্রান্ত অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়েছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন কেকেআর-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বেঙ্কি মাইসোর ও কার্তিক। কেকেআর-এর নয়া অধিনায়ক বলেছেন, ‘আইপিএল-এর অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণ আছে।’ ৮ এপ্রিল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। তার আগে সমর্থকদের জন্য কার্তিক কী বার্তা দিয়েছেন দেখুন
Here's a message for all #KnightRiders from our Captain, @DineshKarthik 😍#KorboLorboJeetbo pic.twitter.com/MNAvDM4tHp
— KolkataKnightRiders (@KKRiders) March 4, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















