Rinku Singh: বাবাকে ৩.১৯ লক্ষ টাকার বিলাসবহুল বাইক উপহার দিলেন রিঙ্কু
Rinku Singh Father: আলিগড়ে বিলাসবহুল বাংলো কিনেছেন সম্প্রতি। খবর শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে বিয়ের পিঁড়িতেও বসবেন। এরই মধ্যে বাবাকে রাজকীয় বাইক উপহার দিলেন কেকেআরের তারকা ব্যাটার।

আলিগর: আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছে। ২০২৩ সালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচে শেষ ওভারে ম্য়াচ জেতানো পাঁচ ছক্কা। গোটা বিশ্বক্রিকেট যাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রিঙ্কু সিংহকে। ৫৫ লক্ষ টাকা যাঁর বেতন ছিল, সেখানে এবার কেকেআর তাঁকে রিটেন করেছে ১৩ কোটি টাকা দিয়ে। আলিগড়ে বিলাসবহুল বাংলো কিনেছেন সম্প্রতি। খবর শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে বিয়ের পিঁড়িতেও বসবেন। এরই মধ্যে বাবাকে রাজকীয় বাইক উপহার দিলেন কেকেআরের তারকা ব্যাটার।
সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রিঙ্কু সিংহের বাবা খানচাঁদ সিংহ একটি স্পোর্টস বাইক চালাচ্ছেন। সেই বাইকটি নিঞ্জা কাওয়াসাকি। যার আনুমানিক মূল্য ৩.৯৩ লক্ষ টাকা। সবুজ রংয়ের কাওয়াসাকি বাইকটি সম্প্রতি রিঙ্কু তাঁর বাবাকে উপহার দিয়েছেন।
View this post on Instagram
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচ খেলতে কলকাতায় রয়েছেন রিঙ্কু। অন্য়দিকে, তাঁর বিয়ে নিয়েও নানা খবর চারিদিকে ছড়িয়েছে। সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া সরোজের সঙ্গেই কি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন? সেই খবরই এখন আলোচ্য। সমাজবাদী পার্টির মছলিসায়র সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল জীবন কাটিয়েছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া। তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ২৬-র প্রিয়া।






















