এক্সপ্লোর
KKR vs DC, IPL Match Preview: আজ দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লির মুখোমুখি হচ্ছে কলকাতা, জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার সম্ভাবনা
এখনও পর্যন্ত আইপিএল-এ ২৩বার মুখোমুখি হয়েছে কলকাতা ও দিল্লি। তার মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে কলকাতা এবং ১০টি ম্যাচ জিতেছে দিল্লি।
শারজা: চলতি আইপিএল-এ আজই প্রথম একদিনে জোড়া ম্যাচ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই তৃতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের। দু’দলই এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দু’টিতে জিতে চার পয়েন্ট করে পেয়েছে। ফলে আজ ভাল রান রেট রেখে জিততে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে কলকাতা ও দিল্লি, দু’দলের সামনেই। সেটাই আজকের ম্যাচে দীনেশ কার্তিক ও শ্রেয়স আয়ারদের কাছে বাড়তি অনুপ্রেরণা।
আজ খেলা শারজায়। এই মাঠে আবু ধাবি ও দুবাইয়ের স্টেডিয়ামের তুলনায় ছোট। দু’দলেই বিগ হিটারের সংখ্যা কম নেই। কলকাতার দলে যেমন শুবমান গিল, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, কার্তিক, প্যাট কামিন্স, সুনীল নারাইনরা আছেন, দিল্লিতে তেমনই ঋষভ পন্থ, পৃথ্বী শ, শ্রেয়স, মার্কাস স্টোইনিসরা আছেন।
বোলিং বিভাগে কলকাতাকে ভরসা দিচ্ছেন তরুণ কমলেশ নাগরকোটি, শিবম মাভি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা। কামিন্সও গত দু’টি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ফলে তাঁর উপরেও ভরসা করছে দল। দিল্লির বোলিং বিভাগে আছেন অক্ষর পটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, মোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন। যদিও অশ্বিনকে আজ দলে রাখা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এখনও পর্যন্ত আইপিএল-এ ২৩বার মুখোমুখি হয়েছে কলকাতা ও দিল্লি। তার মধ্যে ১৩টি ম্যাচ জিতেছে কলকাতা এবং ১০টি ম্যাচ জিতেছে দিল্লি। গত মরসুমে দু’টি ম্যাচই জিতেছিল দিল্লি।
কলকাতার হয়ে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড নারাইনের। তিনি ১৩ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। ইকনমি রেট ৬.৪৮। অন্যদিকে, দিল্লির হয়ে কলকাতার বিরুদ্ধে তিন ম্যাচ খেলে দু’বার অর্ধশতরান করেছেন পৃথ্বী শ। তাঁর গড় ১৬৫.০৯।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement