এক্সপ্লোর
Advertisement
KKR vs MI HIGHLIGHTS, IPL Match 5: পরিকল্পনা ঠিকমতো কাজে লেগেছে, দল ও নিজের পারফরম্যান্সে খুশি, বলছেন রোহিত
৮০ রানের দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচের সেরা রোহিত শর্মা।
আবু ধাবি: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের দাপট অব্যাহত। এবারের আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে কেকেআর-কে সহজেই ৪৯ রানে হারিয়ে দিল রোহিত শর্মার দল। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে কর্তৃত্ব থাকল মুম্বইয়ের। কোনও সময়েই খেলা দেখে মনে হয়নি কেকেআর জিততে পারে।
মুম্বইয়ের জয়ের অন্যতম নায়ক রোহিত। তিনি অধিনায়কোচিত ৮০ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেন। স্বভাবতই তিনি ম্যাচের সেরা। সংযুক্ত আরব আমিরশাহিতে দল প্রথম ম্যাচ জেতার পর মুম্বইয়ের অধিনায়ক বলেছেন, ‘২০১৪ সালে যারা খেলেছিল, সেই দলের মাত্র দু’জন এই দলে আছে। আমাদের পরিকল্পনা আজ ঠিকমতো খেটে গিয়েছে। আমরা ভাল জায়গায় ছিলাম। জিততে গেলে নির্দয় হতে হয়। উইকেট ভাল ছিল। শিশিরও পড়ছিল। আমি পুল শট খেলা অনুশীলন করেছি। আজ দলের পারফরম্যান্সে আমি খুশি। গত ৬ মাসে সেভাবে ক্রিকেট খেলিনি। তাই ২২ গজে যত বেশি সম্ভব সময় কাটাতে চেয়েছিলাম। প্রথম ম্যাচে সেটা করতে পারিনি। তবে আজ সেটা হল। তাই ভাল লাগছে।’
নিজের দল সম্পর্কে রোহিত বলেছেন, ‘আমরা জানতাম না আইপিএল দুবাইয়ে হবে। তাই আমরা ওয়াংখেড়ের কথা ভেবে শক্তিশালী পেস আক্রমণ সাজিয়েছি। তবে এখানেও প্রথম ৬ ওভারে বল সিম করছিল। আমরা ট্রেন্ট বোল্ট ও জেমস প্যাটিনসন, দু’জনকে একসঙ্গে নিয়ে বেশি ম্যাচ খেলিনি। এই পরিবেশ-পরিস্থিতিতে খেলা কঠিন। শেষদিকে ক্লান্তি আসে। একটা শিক্ষা হল, একজন সেট ব্যাটসম্যানকে শেষপর্যন্ত ক্রিজে থাকতে হবে। আমরা অতীতেও এটা দেখেছি। আমি সেটাই করার চেষ্টা করি।’
বল হাতে ভাল পারফরম্যান্স দেখানো বোল্ট বলেছেন, ‘এই গরমে আমি স্বস্তিবোধ করছি না। (ইয়ন) মর্গ্যান বা (আন্দ্রে) রাসেলের বিরুদ্ধে বল করা বড় চ্যালেঞ্জ। তবে দলকে জেতাতে পেরে ভাল লাগছে। নিউজিল্যান্ডে এখন শীতকাল। ওখানে আমি বোলিং করছিলাম। সেখান থেকে এই গরমে এসে খেলা অবশ্যই কঠিন। তবে আমি নিশ্চিত, দারুণ পারফরম্যান্স দেখাতে পারব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement