এক্সপ্লোর
ষষ্ঠ ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিকে ৯,০০০ রান বিরাটের

ছবি সৌজন্যে ট্যুইটার
কানপুর: ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৯,০০০ রান করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজ কানপুরের গ্রিনপার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে এই নজির গড়লেন বিরাট। একইসঙ্গে তিনি এ বছর ষষ্ঠ শতরান করে সব দলের অধিনায়ককে টপকে গেলেন। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০০), রিকি পন্টিং (২০০৩ ও ২০০৭), গ্রেম স্মিথ (২০০৫) ও এবি ডিভিলিয়ার্স (২০১৫) এক বছরে পাঁচটি করে শতরান করেছিলেন। তাঁদের পিছনে ফেলে দিলেন বিরাট। আজ ৩৭-তম ওভারের শেষ বলে কলিন ডে গ্র্যান্ডহোমের বলে বাউন্ডারি মেরে দ্রুততম ৯,০০০ রানের নজির গড়েন বিরাট। ২০২-তম ইনিংসে তিনি ৯,০০০ রান করলেন। এর আগে ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিংহ ধোনি ৯,০০০ রান করেন। আজ ১১৩ রান করে আউট হন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা এখন ৩২। এক্ষেত্রে বিরাটের আগে শুধু ৪৯টি শতরান করা সচিন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















