এক্সপ্লোর
একদিনের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানেই কোহলি, সাতে রোহিত, আটে ধবন

দুবাই: সদ্য প্রকাশিত আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানেই থেকে গেলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। এক ধাপ নেমে সাত নম্বরে আছেন রোহিত শর্মা। আট নম্বরেই আছেন শিখর ধবন। এ বছরের ২৩ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন কোহলি। তারপর থেকে তিনি আর ৫০ ওভারের ম্যাচ খেলেননি। সেই কারণেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এক নম্বরে আছেন। তিন নম্বরে হাশিম আমলা। পাকিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে ২৭৪ রান করে প্রথমবার চার নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট। একদিনের ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে ভারত থেকে আছেন একমাত্র রবীন্দ্র জাদেজা। তিনি আছেন ৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে ভারতের কেউ নেই। শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















