এক্সপ্লোর
Advertisement
আইসিসি ক্রিকেট কমিটির প্রধান পদে পুর্নর্বহাল কুম্বলে, নতুন সদস্য দ্রাবিড়
দুবাই: আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদে পুনর্বহাল হলেন প্রাক্তন লেগ-স্পিনার অনিল কুম্বলে। তাঁর একসময়ের সতীর্থ রাহুল দ্রাবিড় এই কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী তিন বছরের জন্য কুম্বলেকে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের পদে পুনর্নির্বাচিত করা হল। ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী কুম্বলে আগামী ২০১৮ সাল পর্যন্ত এই পদে থাকবেন। তিনি প্রথমবার ২০১২ সালে এই পদে যোগ দেন।
অন্যদিকে, ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কুম্বলের মতোই এঁদের পদের মেয়াদও তিন বছর।
জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সঙ্গকরার স্থলাভিষিক্ত হলেন রাহুল। বর্তমান টেস্ট অধিনায়করা তাঁকে বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন।
একইভাবে এই বিভাগেই লক্ষ্মণ শিবরামকৃষ্ণণের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় অফ-স্পিনার তথা আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন (ফিকা)-র প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক টিম মে।
অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন জয়বর্ধনে। তিনি প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মার্ক টেলরের স্থলাভিষিক্ত হলেন। মার্ক ও সঙ্গকরা দুজনই নিজেদের মেয়াদ সম্পূর্ণ করেছেন। আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে কমিটিতে এসেছেন আইসিসি-র নির্বাচিত তিনবারের বর্ষসেরা আম্পায়ার রিচার্ড কেটেলবরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement