Lakshya Sen: বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথে পদক, নিজের প্রথম অলিম্পিক্সেও পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য
Paris Olympics 2024 Lakshya Sen Badminton: অলিম্পিক্সের মঞ্চে এই প্রথমবার নামছেন। পিভি সিন্ধুই শুধু নয়, ব্যাডমিন্টনে এই তরুণ তুর্কিকে নিয়েও কিন্তু পদক জয়ের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে।
নয়াদিল্লি: ২০১৪ সালে প্রথমবার এক ছোট্ট বাচ্চা ছেলে ব্যাডমিন্টনের (Badminton) কোর্টে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন। সুইস জুনিয়র ইন্টারন্যাশনালে খেতাব জিতে নিয়েছিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। এর তিন বছর পর বিড্বিলউএফ বিশ্ব ক্রমতালিকায় জুনিয়র ব্যাডমিন্টন প্লেয়ারদের মধ্যে শীর্ষে উঠে এসেছিলেন। এরপর ২০১৮ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেতাব জয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লক্ষ্য সেনকে। এরপর থেকে একাধিক খেতাব ঝুলিতে পুরেছেন সিনিয়র পর্যায়েও। কিন্তু অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে এই প্রথমবার নামছেন। পিভি সিন্ধুই শুধু নয়, ব্যাডমিন্টনে এই তরুণ তুর্কিকে নিয়েও কিন্তু পদক জয়ের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে।
২২ বছরের লক্ষ্য বুয়েনস আয়ার্সে জুনিয়র অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে রুপোর পদক জেতেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে খেলার শুরু করেন ২০১৯ সাল থেকে। পুরুষদের সিঙ্গলসে ১৮ নম্বর স্থানাধিকারী লক্ষ্য ২০২২ সালে নিজের কেরিয়ারে সর্বাধিক পয়েন্ট অর্জন করেছিলেন। ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Championship) সেমিতে হেরে ব্রোঞ্জ জিতেছিলেন উত্তরাখণ্ডের এই তরুণ। ভারতের চতুর্থ ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন লক্ষ্য। ২০২২ সালে অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন লক্ষ্য। এছাড়া বিশ্বচ্যাম্পিয়ন শাটলার সিঙ্গাপুরের লোহ কিন ইউ-কে হারিয়ে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছিলেন লক্ষ্য। সে বছরই ইন্দোনেশিয়াকে হারিয়ে টমাস কাপ জিতেছিল ভারতীয় পুরুষ দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লক্ষ্য। এছাড়াও বার্মিংহ্যামে আয়োজিত সে বছরের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন লক্ষ্য।
এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১৮ নম্বরে রয়েছেন লক্ষ্য। ক্রমতালিকা থেকে সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন এই শাটলার। প্যারিসে সিঙ্গলসে তিন ছাড়াও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এইচ এস প্রণয়। গত ২০ বছরে এই প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে ভারত ২ জন শাটলারকে সিঙ্গলসের লড়াইয়ের জন্য পাঠিয়েছে।
চলতি বছর এখনও কোনও বড় টুর্নামেন্ট জিততে পারেননি লক্ষ্য। অল ইংল্যান্ড ওপেনে অল্পের জন্য হেরে যান তিনি। ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিশ্চির বিরুদ্ধে সেমিতে হারতে হয় লক্ষ্যকে। কানাডা ওপেনেও গত বছর হারতে হয়েছিল এই তরুণকে। উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ব্যাডমিন্টনে সিঙ্গলসের লড়াই। সেদিনই খেলতে নামবেন লক্ষ্য।
আরও পড়ুন: শহরে বেড়েছে অপরাধমূলক কাজ, অলিম্পিক্সের উদ্বোধনের আগে নিরাপত্তায় মুড়ে প্যারিস