![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lance Klusener: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ডারবান ফ্রাঞ্চাইজির কোচ হলেন ক্লুজনার
South Africa's T20 League: নতুন টুর্নামেন্টের সবকয়টি দলই কিনেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির কর্ণধাররা। তাদের মধ্যে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ডারবানের দলটি কিনেছেন।
![Lance Klusener: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ডারবান ফ্রাঞ্চাইজির কোচ হলেন ক্লুজনার Lance Klusener announced as the Head Coach of Durban Franchise for Cricket South Africa's T20 League Lance Klusener: দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের ডারবান ফ্রাঞ্চাইজির কোচ হলেন ক্লুজনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/25/6a83e4ee78ece89e9a429d2521a1fe4b1658763728_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সদ্যই দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের (South Africa's T20 League) দলগুলির মালিকানা নির্ধারণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নতুন টুর্নামেন্টের সবকয়টি দলই কিনেছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলির কর্ণধাররা। তাদের মধ্যে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ডারবানের দলটি (Durban Franchise) কিনেছেন।
পরের বছরে শুরু লিগ
দলগঠনের প্রক্রিয়া শুরু হতে এখনও খানিকটা সময় রয়েছে। পরের বছর অনুষ্ঠিত হবে এই লিগ। তবে বেশ আগেভাগেই, সোমবার (২৫ জুলাই) ডারবান ফ্রাঞ্চাইজির কোচ নির্ধারিত করে ফেলা হল। দক্ষিণ আফ্রিকার একদা তারকা অলরাউন্ডার, লান্স ক্লুজনারকে (Lance Klusener) এই দলের দায়িত্ব দেওয়া হয়েছে। লিগের সমস্ত দলগুলির মধ্যে সবার প্রথম কোচ ঘোষণা করা হল ডারবান ফ্রাঞ্চাইজিরই। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে, নিজের ব্যাটিংয়ের পাশাপাশি ফাস্ট বোলিংয়ের মাধ্যমেও ৯০-র দশকে প্রোটিয়া দলকে বহু ম্য়াচ জিতিয়েছেন। তিনি গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় দলকেও কোচিং করিয়েছেন। এছাড়া দিল্লি ক্যাপিটাল, মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে বিভিন্ন ভূমিকায় অতীতে কাজ করেছেন ৫০ বছর বয়সি প্রোটিয়া তারকা। এবার নিজের দেশের ফ্রাঞ্চাইজি লিগে কোচিং করাতে দেখা যাবে তাকে। নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিতই ক্লুজনার।
উচ্ছ্বসিত ক্লুজনার
তিনি বলেন, 'আমি আরপিএসজি পরিবারের (কর্ণধার সংস্থা) অংশ হতে পেরে গর্বিত। এটা আমার জন্য নিঃসন্দেহে একটি নতুন চ্যালেঞ্জ। দলের সকলের সঙ্গে সময়মতো দেখা করার জন্য আমি মুখিয়ে রয়েছি।' প্রসঙ্গত, লখনউ ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে আইপিএলেও অনেকটা এমনভাবে দল তৈরির কাজ করা হয়েছিল। বেশ আগেই থেকেই কোচদের নাম জানিয়ে দেওয়া হয়েছিল, যার জেরে তারা পরিকল্পনা করে শক্তিশালী দলও গঠন করেছিল। আইপিএল না জিতলেও, লখনউ সুপার জায়ান্টস কিন্তু নিজেদের প্রথম মরসুমেই টুর্নামেন্টের নক আউটে পৌঁছেছিল। এবার ডারবান ফ্রাঞ্চাইজি কেমন করে, সেটাই দেখার।
আরও পড়ুন: বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)