বিরাটের বন্ধু বলে আইপিএল-এ জায়গা পাওয়া যায় না, পারফর্ম করতে হয়, ক্লার্ককে একহাত লক্ষ্মণের
মাইকেল ক্লার্ককে একহাত নিলেন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ।
নয়াদিল্লি: আইপিএল-এর কারণেই ভারতীয় ক্রিকেটারদের ‘স্লেজ’ করেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা! বিরাট কোহলিকে ‘স্লেজ’ করার সময় অজি ক্রিকেটারদের মাথায় থাকে আইপিএল! এই মন্তব্য প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের। সম্প্রতি ক্লার্কের এই বক্তব্যের বিরোধিতা করতে শোনা গিয়েছে টিম পেইনকে। অজি অধিনায়ক টিম পেইন পূর্বসুরির বক্তব্য উড়িয়ে পাল্টা বলেন, “আমি এমন কম ক্রিকেটারকেই দেখেছি, যাঁরা বিরাটের সঙ্গে খুব মধুর আচরণ করে চলেছেন। এমন কোনও বোলারকেও দেখিনি যিনি বিরাটকে আউট করতে চান না।” বরং ভারত অধিনায়ককে শান্ত রাখাই ছিল অজিদের কৌশল। এবার সেই সূত্র ধরেই মাইকেল ক্লার্ককে একহাত নিলেন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ।
আইপিএল-এ হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির এই মেন্টরের সাফ কথা, “ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেই আইপিএল-এ জায়গা পাকা হয়ে যায় না।” দলে কোন ক্রিকেটারকে নেওয়া হবে, তা বিচার করে পারফরম্যান্সই। ভিভিএস-এর সঙ্গে এই বিষয়ে সহমত প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্তও। ক্লার্কের বক্তব্য ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন এই প্রাক্তন ক্রিকেটার।
ভিভিএসের কথায়, “ক্রিকেটার বাছাই করার ক্ষেত্রে ক্রিকেটারের দক্ষতা এবং দলে তিনি কতটা অবদান রাখতে পারবেন সেটাই মূখ্য। ম্যচা জেতা, প্রতিযোগিতা জেতার কথা মাথায় রেখেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই দল গঠন করে। আর সেভাবেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হয়। কোনও ক্রিকেটারের প্রতি বিনয়ী হওয়ার সঙ্গে আইপিএল-এ সুযোগ পাওয়ার কোনও সম্পর্কই নেই।”