Leander Paes in Kolkata: বাবা ভেস পেজের জন্মদিন উপলক্ষে শহরে লিয়েন্ডার, খেললেন টেনিস টুর্নামেন্ট
Leander Paes Biopic: সৌরভ, ঝুলনের পর এবার রুপোলি পর্দায় দেখা যাবে লিয়েন্ডার পেজের জীবনকাহিনিও।
সৌমিত্র কুমার রায়, কলকাতা: রবিবার মধ্য কলকাতায় ব়্যাকেট হাতে ফের একবার কোর্টে নামলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। একটি অভিজাত হোটেলে বাবা ভেস পেজের (Vece Paes) জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি টেনিস টুর্নামেন্টে অংশ নিলেন ভারতের কিংবদন্তি টেনিস তারকা।
টেনিস প্রশিক্ষণ
গত কয়েকদিন কলকাতাতেই রয়েছেন লিয়েন্ডার। রবিবার দুপুরে খুদে শিক্ষার্থীদের টেনিসের খুঁটিনাটি শেখালেন তিনি। ভারতীয় দলের কোচ জিশান আলিকে পাশে নিয়েই চলল প্রশিক্ষণ। সাম্প্রতিক কালে গোয়ায় নির্বাচনের সময় তৃনমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। তবে বর্তমানে তাঁকে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দিতে চাননি। বরং, আরও ভাল করে বললে রাজনৈতিক প্রসঙ্গটি তিনি এড়িয়েই গেলেন বটে।
লিয়েন্ডারের বায়োপিক!
ইতিমধ্যেই বাংলার ক্রীড়া দুনিয়ার দুই কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরির কাজ চলছে। রুপোলি পর্দায় কি লিয়েন্ডারের জীবনীও দেখা যাবে? উত্তর ইতিবাচকই বটে। টেনিস কিংবদন্তির জীবনীও এবার দর্শকদের সামনে তুলে ধরার কাজ চলছে। শুরু হয়েছে বায়োপিক তৈরির প্রক্রিয়া। খবর অনুযায়ী আগামী আঠারো মাসের মধ্যেই তা সিনেমার পর্দায় ফুট উঠবে। এই বায়োপিকে বাবা ভেস পেজের ১৯৭২ সালের অলিম্পিক পদক (হকি) জয়ের গল্প থেকে ১৯৯৬ সালের অলিম্পিকে লিয়েন্ডারের পদক (টেনিস) জয়ের সফর ধরা পড়বে।
ফাইনালে উনাদকাট
১৭ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল (Border-Gavaskar Trophy)। সেই ম্যাচের আগেই ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল তারকা বোলার জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat)। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ আলোচনার পর জাতীয় নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম টেস্টে ভারতীয় একাদশে সুযোগ পাননি বাঁ-হাতি ফাস্ট বোলার। কিন্তু হঠাৎ উনাদকাটকে কেন সিরিজের মাঝেই ছেড়ে দেওয়া হল? কারণ হল রঞ্জি ট্রফির ফাইনাল (Ranji Trophy Final)। কর্ণাটককে হারিয়ে রঞ্জির ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে সৌরাষ্ট্র। বাংলার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে তাঁরা। উনাদকাট সৌরাষ্ট্রের অধিনায়ক। ২০১৯-২০ সালে তাঁর নেতৃত্বেই সৌরাষ্ট্র প্রথমবার রঞ্জি জেতে। এবারও ফাইনাল ম্যাচ খেলার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হল। উনাদকাটকে ছেড়ে দেওয়া হলেও, ভারতীয় দলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব, তিন ফাস্ট বোলার রয়েছেন।
আরও পড়ুন: খেতাবি লড়াইয়ে আবারও মুখোমুখি বাংলা-সৌরাষ্ট্র, ইডেনেই বসবে ফাইনালের আসর