এক্সপ্লোর
উইনস্টন সালেম ওপেনের কোয়ার্টার ফাইনালে লিয়েন্ডার

উইনস্টন-সালেম: রিও অলিম্পিক্সের প্রথম রাউন্ডেই বিদায়ের পর এটিপি সার্কিটে ঘুরে দাঁড়ালেন লিয়েন্ডার পেজ৷ জার্মানির আন্দ্রে বিগম্যানের সঙ্গে জুটি বেঁধে আমেরিকায় উইনস্টন সালেম ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি৷ লিয়েন্ডারের ১০৮-তম ডাবলস্ পার্টনার বিগম্যান৷ তাঁর সঙ্গে জুটি বেঁধে অলিম্পিকের পর প্রথম টুর্নামেন্টেই সাফল্য পাচ্ছেন লি। তাঁরা ক্রিস গুচ্চিওন-আন্দ্রে সা জুটিকে হারালেন স্ট্রেট সেটে৷ খেলার ফল ৬-৪, ৬-৪৷ লিয়েন্ডারদের পরবর্তী প্রতিপক্ষ কুবোট-জিমোঞ্জিচ জুটি৷ ইউ এস ওপেনের আগে এটিই শেষ এটিপি টুর্নামেন্ট৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















