এক্সপ্লোর
Advertisement
অস্ট্রেলিয়ানরা বন্ধু নয়: বিরাটকে একহাত নিলেন লেম্যান, টেলররা
নয়াদিল্লি: ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজের শুরু থেকেই ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে নিশানা করেছিল অস্ট্রেলিয়া দল, সংবাদমাধ্যম, এমনকী ক্রিকেট অস্ট্রেলিয়াও। সিরিজে হেরে যাওয়ার পরেও সেই আক্রমণ অব্যাহত। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান এবং দুই প্রাক্তন ক্রিকেটার মার্ক টেলর ও ডিন জোন্স বিরাটের সমালোচনায় মুখর। এই দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লয়েডও।
গতকাল ধর্মশালা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের পর বিরাট বলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের তিনি আর বন্ধু মনে করেন না। এই মন্তব্যের সমালোচনা করে লেম্যান বলেছেন, তিনি বিরাটের মন্তব্যে হতাশ। অসি কোচের আরও দাবি, ভারতীয় দলের অন্যান্যরা বিরাটের এই মন্তব্যের সঙ্গে একমত নন। ধর্মশালায় অজিঙ্ক রাহানে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের উচ্ছ্বসিত প্রশংসা করে লেম্যান বলেছেন, এই সিরিজে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন স্মিথ। তিনি ডন ব্র্যাডম্যানের মতোই ব্যাটিং করেছেন।
ব্লগে বিরাটের সমালোচনা করে টেলর লিখেছেন, ‘ক্রিকেটাররা এখন একই দলে বা বিপক্ষে অনেক বেশি খেলে। তাই দ্বেষ ছড়ানো উচিত নয়। ব্যক্তিগত পারফরম্যান্স বা দলের হার-জিতের উর্ধ্বে উঠে মন্তব্য করা উচিত।’
ট্যুইট করে জোন্স বলেছেন, ক্রিকেট মানে শুধু হার-জিত নয়। খেলতে খেলতেই বন্ধুত্ব হয়। এটা শিখতে হবে বিরাটকে।
লয়েড ট্যুইটার লিখেছেন, মাঠে এবং মাঠের বাইরে কীভাবে আচরণ করতে হয়, সেটা সচিন তেন্ডুলকরের কাছ থেকে শেখা উচিত বিরাটের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement