Euro 2020 Update: চোট পেয়ে ইউরো কাপের বাইরে ইতালির গুরুত্বপূর্ণ ফুটবলার, উদ্বেগে আজ্জুরিরা
বেলজিয়ামকে পরাস্ত করে ইউরো কাপের শেষ চারে জায়গা করে নিলেও মন ভাল নেই ইতালির ফুটবলারদের।
মিউনিখ: বেলজিয়ামকে পরাস্ত করে ইউরো কাপের শেষ চারে জায়গা করে নিলেও মন ভাল নেই ইতালির ফুটবলারদের। কারণ, গুরুতর চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন লিওনার্দো স্পিনাজ্জোলা। লেফ্ট ব্যাককে স্ট্রেচারে শুইয়ে মাঠ থেকে বার করতে হয়। তাঁর পায়ের একিলিস টেন্ডনে গুরুতর চোট লেগেছে। যার জেরে তাঁকে গোটা একটা বছর মাঠের বাইরে থাকতে হবে বলে কারও কারও আশঙ্কা।
তবে স্পিনাজ্জোলাকে মানসিকভাবে তরতাজা রাখতে চেষ্টার কসুর করছেন না ইতালির ফুটবলাররা। বেলজিয়ামকে হারানোর পর এক প্রস্ত উৎসব করা হয় স্পিনাজ্জোলাকে ঘিরেই। এরপর দলের সেরা তারকা লোরেঞ্জো ইনসাইনে বলে দিয়েছেন, স্পিনাজ্জোলার জন্যই তাঁরা চ্যাম্পিয়ন হতে চান। ইনসাইনে বলেছেন, 'আমাদের দলের বিরাট ক্ষতি হয়ে গিয়েছে। ওর জন্যই অনেক দূর যেতে চাই। ও আমাদের দলের ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য ছিল। ওর জন্যই ফাইনালে পৌঁছতে চাই।'
কোয়ার্টার ফাইনালে লড়াই করেছিল বেলজিয়াম। কিন্তু নতুন চেহারার ইতালিকে রুখতে পারেনি রবার্তো মার্তিনেসের দল। ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে দুরন্ত ফর্মে থাকা ইতালি। টানা ৩২ ম্য়াচ অপরাজিত থেকে নজির গড়ল রবার্তো মানচিনির দল। সেই সঙ্গে ফের একবার প্রমাণ হয়ে গেল যে, বড় ম্যাচে চোক করে যায় বেলজিয়াম।
শুক্রবার ভারতীয় সময় মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর শুরু ম্যাচে শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণের ঝড় উঠেছে। মুহূর্মুহূ আক্রমণ উঠেছে দুই দলের বক্স লক্ষ্য করেই। শুরুর ২০ মিনিট অবশ্য বেলজিয়ামের আক্রমণের ঝড়ের সামনে বেশ চাপে ছিল ইতালির রক্ষণ। চোটের জন্য এদিন এডেন অ্যাজার খেলতে না পারলেও বেলজিয়াম দলের ইঞ্জিন বলা হয় যাঁকে, সেই কেভিন দি ব্রুইন খেলেন। ২৬ মিনিটে সেই দি ব্রুইনের শট আটকে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা। পরের মিনিটেই ফের একবার আক্রমণ দানা বেঁধেছিল দি ব্রুইনের পা ছুঁয়ে। রোমেলু লুকাকুর শট প্রতিহত হয়।
অবশেষে ম্যাচের ৩২ মিনিটে বেলজিয়ামের গোলমুখ খুলতে সক্ষম হয় ইতালি। ততক্ষণে নিজেদের মধ্যে পাস খেলে বলের দখল নিজেদের দিকে রাখতে শুরু করেছে ইতালি। ৩২ মিনিটে নিকোলো বারেল্লা বেলজিয়ান ডিফেন্ডারদের পায়ের জঙ্গল ভেদ করে ইতালির হয়ে প্রথম গোলটি করেন। মানচিনির দল ১-০ গোলে এগিয়ে যায়।
যদিও গোল খেয়ে ফের তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বেলজিয়াম। কিছুটা খেলার গতির বিরুদ্ধেই অবশ্য প্রথমার্ধে ফের একটি গোল পেয়ে যায় ইতালি। ৪৪ মিনিটের মাথায় বেলজিয়াম বক্সের বাইরে থেকে জোরাল ভলিতে ২-০ করেন লোরেঞ্জে ইনসাইনে।
তবে প্রথমার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছিলেন লুকাকু। ৬৬ মিনিটে লুকাকুর শট প্রায় গোলমুখে আটকে দেন স্পিনাজ়োলা। গোল শোধ করার আর কোনও সুযোগ পায়নি বেলজিয়াম।