এক্সপ্লোর
Live: জেসন রয় আউট, ম্যাচে ফিরছে ভারত

পুণে : ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভাল শুরু করল ইংল্যান্ড। ওপেনার জেসন রয়ের ৭৩ রানের অসাধারণ ইনিংসের সুবাদে ১০০ রান পেরিয়ে গিয়েছে ইংল্যান্ড। ৬১ বলে ৭৩ রান করে রবীন্দ্র জাডেজার বলে স্ট্যাম্প আউট হয়েছেন জেসন। এর আগে ব্যক্তিগত ৯ রান করে রান আউট হয়ে গিয়েছেন অ্যালেক্স হেলস। ২১ ওভারে ইংল্যান্ডের রান ২ উইকেটে ১১৩।ক্রিজে আছেন জো রুট (২১) ও অধিনায়ক ইয়ন মর্গ্যান (২)। জেসন আউট হয়ে যাওয়ায় ম্যাচে আধিপত্য বিস্তার করার আশা দেখছে ভারত। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফর্ম্যাটেরই অধিনায়ক হিসেবে এটাই প্রথম ম্যাচ কোহলির। অন্যদিকে, সীমিত ওভারের দলের অধিনায়কত্ব ছাড়ার পর এটাই প্রথম ম্যাচ মহেন্দ্র সিংহ ধোনির। প্রথম এগারোয় রয়েছেন কামব্যাক ম্যান যুবরাজ সিংহ। এদিনের ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকছেন মণীশ পান্ডে, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, আজিঙ্কা রাহানে। ভারত শিখর ধবন, কে এল রাহুল, বিরাট কোহলি, ধোনি, যুবরাজ, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব। ইংল্যান্ড অ্যালেক্স হেলস, জ্যাসন রয়, জো রুট, ই মর্গ্যান (অধিনায়ক), জোস বাটলার, বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, জ্যাক বেল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















