এক্সপ্লোর
Advertisement
বিফলে জাডেজা-সাইনির লড়াই, ২২ রানে হার ভারতের
নিউজিল্যান্ড শুরুটা যেভাবে করেছিল, তাতে মনে হচ্ছিল তারা বড় রান করবে।
অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ৫-০ জেতার পর একদিনের সিরিজের প্রথম দু’টি ম্যাচই হেরে গেল ভারত। আজ দ্বিতীয় একদিনের ম্যাচে রবীন্দ্র জাডেজা (৫৫) ও নবদীপ সাইনির (৪৫) দুর্দান্ত লড়াই সত্ত্বেও ২২ রানে হেরে গেল ভারত। আগামী মঙ্গলবার এই সিরিজের তৃতীয় ম্যাচ। হোয়াইটওয়াশ এড়াতে হলে সেই ম্যাচ জিততেই হবে ভারতকে।
আজ প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৩ রান করল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের মতোই আজও অসাধারণ পারফরম্যান্স দেখান রস টেলর (অপরাজিত ৭৩)। তাঁর জন্যই আড়াইশোর বেশি রান করতে পারে নিউজিল্যান্ড। নবম উইকেট জুটিতে ৭৬ রান যোগ করেন টেলর ও কাইল জেমিয়েসন (অপরাজিত ২৫)। এই জুটি ভাঙতে পারলে হয়তো আরও কম রানে নিউজিল্যান্ডকে আটকে রাখতে পারত ভারত। এই জুটিই ম্যাচের ফল গড়ে দিল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল (৭৯) ও হেনরি নিকোলস (৪১) শুরুটা যেভাবে করেছিলেন, তাতে মনে হচ্ছিল তাঁরা বড় রান করবেন। তবে মাঝের ওভারগুলিতে যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাডেজারা পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে বিপক্ষকে কোণঠাসা করে দেন। দু’টি রান আউটও করে ভারত। তবে এদিনও ক্যাচ ও রানআউটের সুযোগ নষ্ট হয়।
আজ নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে ওঠে ৯৩ রান। এরপর তিন নম্বরে নামা টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ানোর চেষ্টা করেন গাপটিল। ৩০-তম ওভারে তিনি রান আউট হওয়ার পরেই নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামে। পরপর ফিরে যান টম ল্যাথাম (৭), জেমস নিশম (৩), কলিন ডে গ্র্যান্ডহোম (৫), মার্ক চাপম্যান (১) ও টিম সাউদি (৩)। তবে টেলরকে ফেরাতে পারেননি ভারতের বোলাররা। চাহল ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন। জোড়া উইকেট নেন শার্দুল ঠাকুর।
রান তাড়া করতে নেমে শুরুতেই ময়ঙ্ক অগ্রবালের উইকেট হারায় ভারত। অপর ওপেনার পৃথ্বী শ ৬টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে দুর্দান্ত ইনিংসের আশা জাগিয়েও ফিরে যান। বিরাটকে (১৫) অসাধারণ এক বলে বোল্ড করে দেন টিম সাউদি। শ্রেয়স আয়ার (৫২) ভাল ইনিংস খেললেও, দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট ছুঁড়ে দেন। কে এল রাহুল (৪), কেদার যাদবও (৯) বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শার্দুল ঠাকুর (১৮) কিছুটা লড়াই করেন। ১৫৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর পাল্টা লড়াই শুরু করেন জাডেজা ও সাইনি। তাঁরা জয়ের আশা জাগান। ৪৫ রান করার পর সাইনি ফিরে যান। এরপর জাডেজার সঙ্গে যোগ দেন চাহল। তিনি ১০ রান করার পর রান আউট হয়ে যান। এরপরেও জাডেজা দলকে জেতানোর চেষ্টা করছিলেন। কিন্তু তিনি ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান। ফলে ম্যাচ হারে ভারত। ৪৮.৩ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement