Magnus Carlsen: কলকাতায় আসছেন বিশ্বের সেরা দাবাড়ু, চ্যালেঞ্জ জানাতে তৈরি ভারতের প্রজ্ঞানন্দরা
TATA Steel Chess: টাটা স্টিল দাবা প্রতিযোগিতার এবার ষষ্ঠ সংস্করণ। এই টুর্নামেন্টে এর আগেও একবার খেলে গিয়েছেন কার্লসেন। ২০১৯ সালে তিনি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিলেন।
কলকাতা: তিনি বিশ্বের সেরা দাবাড়ু। দাবায় তাঁর বিশ্ব ব়্যাঙ্কিং এক। নরওয়ের সেই ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) এবার খেলতে আসছেন কলকাতায়। টাটা স্টিল দাবা প্রতিযোগিতায়। ১৩-১৭ নভেম্বর আলিপুরের ধন ধান্য অডিটোরিয়ামে বসছে এবারের টাটা স্টিল দাবার আসর।
টাটা স্টিল দাবা প্রতিযোগিতার এবার ষষ্ঠ সংস্করণ। এই টুর্নামেন্টে এর আগেও একবার খেলে গিয়েছেন কার্লসেন। ২০১৯ সালে তিনি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছিলেন।
হাঙ্গেরির বুদাপেস্টে চেজ অলিম্পিয়াডে দুরন্ত পারফর্ম করেছিলেন ভারতের দাবাড়ুরা। তাঁরাও এই টুর্নামেন্টে অংশ নেবেন। অন্যান্যবারের মতো এবারও ওপেন ও উইমেন্স বিভাগ থাকছে। ব়্যাপিড ও ব্লিৎজ় ফর্ম্যাটে হবে খেলা। দুই বিভাগেই থাকবে সমান পুরস্কার অর্থ। টুর্নামেন্টের অ্যাম্বাসেডর বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)।
ওপেন ক্যাটাগরিতে নামছেন
ম্যাগনাস কার্লসেন, নডির্বেক আব্দুসাত্তোরোভ, ওয়েসলি সো, ভিনসেন্ট কীমার, দানিল ডুবোভ, অর্জুন এরিগেইসি, আর প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাতি, নিহাল সারিন, এস এল নায়ায়ণন।
মহিলা বিভাগে নামছেন
আলেকজ়ান্দ্রা গোরিয়াখকিনা, ক্যাটেরিনা লাগনো, আলেকজ়ান্দ্রা কোস্টেনিয়াক, নানা জাগনিদজে, ভ্যালেন্টিনা গানিনা, কোনেরু হাম্পি, বৈশালী আর, হরিকা ড্রোনাবল্লী, দিব্যা দেশমুখ ও বন্তিকা আগরওয়াল।
Our final player reveal !!
— Tata Steel Chess India (@tschessindia) October 21, 2024
Arjun Erigaisi, India's highest rated player, makes his return to the tournament and five-time World Champion, Magnus Carlsen, returning to the tournament after five years.#tatasteelchessindia #chesstournament #tsci2024 #chess pic.twitter.com/hPZlkGJG0A
আনন্দ বলেছেন, 'ভারতে এই টুর্নামেন্ট দারুণ জায়গা করে নিয়েছে। এবার বিশ্বের সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন খেলতে আসছে। আমার ভাল লাগছে ভারতের সেরা মহিলা দাবাড়ুরাও অংশ নিচ্ছে। এবারের টুর্নামেন্টে ভারতীয় দাবার উদযাপন করা হবে।'
টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী বলেছেন, 'টাটা স্টিল বরাবরই দেশের খেলাধুলোর প্রতি দায়বদ্ধ। বিশ্বের সেরা দাবাড়ু ফের অংশ নিচ্ছেন যেটা ভীষণ রোমাঞ্চকর খবর।'
আরও পড়ুন: মাঠ-বিপর্যয়ে মুখ পুড়ল বাংলা ক্রিকেটের, শুরু দায় ঠেলাঠেলি, প্রযুক্তি থাকতেও হল না প্রয়োগ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।