এক্সপ্লোর
Advertisement
সিএসকে-র অধিনায়কত্ব ছাড়তে পারেন ধোনি, দায়িত্ব যেতে পারে এই ক্রিকেটার কাঁধে
আলোচনায় ভেসে আসছে ফাফ ডু প্লেসিস-র নাম। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটসম্যান এবারে সিএসকে-র হয়ে সবথেকে সফল।
মুম্বই: আইপিএল ইতিহাসে প্রথম এবারই প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সিএসকে শিবিরের যে ব্যর্থতা দেখা যায়নি আগে কখনও।
গোটা আইপিএল জুড়ে সেভাবে ছন্দে চলেনি মাহির ব্যাটও। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সেও। যার জেরে প্রাথমিকভাবে পরের সংস্করণে তাঁর খেলা নিয়ে আশঙ্কা তৈরি হলেও ধোনি জানিয়ে দিয়েছেন পরের বারও হলুদ জার্সিতে আইপিএল খেলার কথা। তবে অধিনায়কের হটসিটেও কী থাকবেন তিনিই?
জল্পনা অবশ্য শুরু হয়ে গিয়েছে ধোনির অধিনায়কত্ব ছাড়ার। সিএসকে টিম ম্যানেজমেন্টও নাকি তেমনই ভাবনাচিন্তা শুরু করেছে। সেক্ষেত্রে আলোচনায় ভেসে আসছে ফাফ ডু প্লেসিস-র নাম। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ এই ব্যাটসম্যান এবারে সিএসকে-র হয়ে সবথেকে সফল।
ধোনিকে সরিয়ে ফাফকে নেতার আসনে বসার জল্পনাকে সমর্থন করেছেন সঞ্জয় বাঙ্গারও। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বলেছেন, ‘২০১১ সালের পরও ধোনি ভারতের অধিনায়ক থাকলেও পরিস্থিতি বদলাচ্ছিল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খারাপ পারফরম্যান্সের পর ওঁর কাছে অন্য় রাস্তা ছিল না। তারপরই ধোনি টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিল বিরাটকে। সিএসকে শিবিরের কিন্তু উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধোনিকে প্রয়োজন পরের মরশুমেও। তবে ছাড়া উচিত অধিনায়কত্ব। ফাফকে দায়িত্ব দিয়ে দল সামলানোর বাকি কাজ চালাক ধোনি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement