এক্সপ্লোর
Advertisement
মহেশের অপছন্দের বলেই বাদ, তোপ ক্ষুব্ধ লিয়েন্ডারের
বেঙ্গালুরু: কেরিয়ারে প্রথমবার ডেভিস কাপের দল থেকে বাদ পড়ার পর নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতিকে তোপ দাগলেন লিয়েন্ডার পেজ। তাঁর দাবি, মহেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণেই বাদ পড়েছেন। দল নির্বাচনের ক্ষেত্রে ফর্ম বিচার্য হয়নি। এক্ষেত্রে কোনও পদ্ধতিই মানেননি মহেশ।
কয়েকদিন আগেই মেক্সিকোতে লিওন চ্যালেঞ্জার জিতেছেন লিয়েন্ডার। তা সত্ত্বেও তাঁর বদলে উজবেকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ের দলে সুযোগ পেয়েছেন মহেশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রোহন বোপান্না। আজ দল ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন লি। তিনি বলেছেন, ‘গতকাল সকালে অনুশীলনে আমি ভাল অবস্থাতেই ছিলাম। ফর্মের বিচারেই দল বাছাই করার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। মহেশের নিজের পছন্দের দল বাছাই করার অধিকার আছে। আমার কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ নেই। কিন্তু আমি দেখছি, সময়ের সঙ্গে দল বাছাইয়ের মাপকাঠি বদল যায়। কখনও র্যাঙ্কিং, আবার কখনও ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে দল বেছে নেওয়া হচ্ছে। এবার ফর্মের ভিত্তিতে দল বাছাই করা হল। কে ভাল ফর্মে আছে সেটা আপনারা সবাই জানেন।’
মেক্সিকো থেকে ভারতীয় দলের অনুশীলনে ডাকার পরেও তাঁকে যেভাবে বাদ দেওয়া হল, তাতে অপমানিত বোধ করছেন লিয়েন্ডার। তাঁর দাবি, ফোন করেই তাঁকে বাদ দেওয়ার কথা জানানো যেত। দেশের হয়ে খেলার জন্যই তিনি মেক্সিকো থেকে বেঙ্গালুরুতে উড়ে এসেছিলেন। দেশের হয়ে তাঁর ভালবাসা নিঃশর্ত। কিন্তু তারপরেও যেভাবে তাঁকে বাদ দেওয়া হল, সেটা ঠিক হয়নি। তবে এরপরেও দেশের হয়ে খেলার ইচ্ছা রয়েছে লিয়েন্ডারের। তাঁর দাবি, কোনও ব্যক্তির জন্য তাঁর দেশের প্রতি ভালবাসা কমে যাবে না। তিনি ফের ডেভিস কাপে খেলতে চান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement