Casemiro: রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্যাসেমিরো, নিশ্চিত করলেন কোচ আনসেলোত্তি
Casemiro to Manchester United: একাধিক রিপোর্ট অনুযায়ী ক্যাসেমিরো ম্যান ইউনাইটেডের হয়ে চার বছরের চুক্তি সই করবেন। পাশাপাশি তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে সেই চুক্তি এক বছর বাড়ানোরও বিকল্প থাকছে।
মাদ্রিদ: বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ক্যাসেমিরো (Casemiro)। টনি ক্রুস এবং লুকা মদ্রিচের সঙ্গে বহুদিন দাপিয়ে বেড়িয়েছেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) মিডফিল্ডে। তবে সেই সম্পর্ক অবশেষে ছিন্ন হতে চলেছে। নয় মরসুম পর লস ব্লাঙ্কোস ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা। শুক্রবারই (১৯ অগাস্ট) দলের কোচ কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti) বিষয়টি নিশ্চিত করেন।
বিগত কয়েকদিন ধরে হঠাৎ করেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে ক্যাসেমিরোর নাম যুক্ত হয়। ম্যান ইউনাইটেড বহুদিন ধরেই তাদের মিডফিল্ড উন্নত করার জন্য সচেষ্ট, বিশেষত ডিফেন্সিভ মিডফিল্ড। সেই বিভাগে ক্যাসেমিরো সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা। রেড ডেভিলসরা অবশ্য ক্যাসেমিরো নয়, প্রথমে বার্সেলোনার ফ্রাঙ্কি ডি' জংকেই দলে নিতে আগ্রহী ছিলেন। তবে ডি' জং এবং বার্সার সঙ্গে বহুদিন ধরেই আলোচনা চালিয়েও কোনও সমাধান মেলেনি। ডি' জং বার্সাতেই থাকতে আগ্রহী। তাই ক্যাসেমিরোর দিকে নজর ঘোরায় ম্যান ইউনাইটেড। ক্যাসেমিরোও ম্য়ান ইউনাইটেডে যোগ দিতে আগ্রহী।
আনসেলোত্তির মন্তব্য
মাদ্রিদ কোচ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান ক্যাসেমিরো নতুন চ্যালেঞ্জ নেওয়ার লক্ষ্যেই দল ছাড়তে আগ্রহী। তিনি বলেন, 'আমি ক্যাসেমিরোর সঙ্গে কথা বলেছি। ও একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে পরখ করে দেখতে আগ্রহী। আমরা ওর বিষয়টা বুঝতে পারছি।' তবে ক্যাসেমিরোর এই সিদ্ধান্তটা যে তাঁকে অবাক করেছে, সেটা জানাতেও ভোলেননি মাদ্রিদের ইতালিয়ান কোচ। 'গতকালই আমি বুঝতে পারি যে এই বিষষটা (ক্যাসেমিরোর দল ছাড়া) সত্যিই হতে চলেছে। তবে আমার পরিকল্পনায় বদল হবে না। ওর জায়গা পূরণ করার জন্য আমরা আগেই তুচেমানিকে সই করিয়েছি এবং মার্কেটে বর্তমানে ও সেরাদের মধ্যে পড়ে। এছাড়াও আমাদের দলে ক্রুস এবং ক্যামাভিঙ্গা তো আছেই।'
রিয়ালে ট্রফি জয়ের সংখ্যা
২০১৩-১৪ সালে রিয়াল মাদ্রিদে পাকাপাকিভাবে সই করেন ক্যাসেমিরো। তারপর রিয়ালের সঙ্গে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ মোট ১৮টি ট্রফি জিতেছেন। এবার বদলের পালা। সেল্টা ভিগোর বিরুদ্ধে ক্যাসেমিরো যে রিয়ালের এই সপ্তাহের ম্যাচে খেলবে না, তা জানিয়েই দিয়েছেন আনসেলোত্তি। কাজের পারমিট, ভিসা ইত্যাদি না না জিনিসপত্রের ব্যবস্থা করতে করতে বেশ খানিকটা সময় লাগবে। তাই ম্যান ইউনাইটেড সোমবার রাতে, চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে মাঠে নামলেও, সেই ম্যাচে ক্যাসেমিরোর খেলার সম্ভাবনা যে প্রায় নেই, তা ধরেই নিতে হবে। প্রসঙ্গত, একাধিক রিপোর্ট অনুযায়ী ক্যাসেমিরো ম্যান ইউনাইটেডের হয়ে চার বছরের চুক্তি সই করবেন। পাশাপাশি তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে সেই চুক্তি এক বছর বাড়ানোরও বিকল্প থাকছে।
আরও পড়ুন:দর্শকদের আব্দার মেটাতে গিয়েই ৫৬ লক্ষ টাকার ঘড়ি চুরি যাচ্ছিল লেওয়ানডস্কির