Man United vs Liverpool: চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হারিয়েই ম্যান ইউনাইটেড ম্যানেজার হিসাবে প্রথম জয় পেলেন টেন হাগ
Premier League: প্রথমার্ধ শেষে ১-০ এগিয়ে ছিল ম্যান ইউনাইটেড। ম্যাচ জিতে নেওয়ায়, ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের সময়কালে প্রথমার্ধে এগিয়ে থাকার পর, ইউনাইটেডের কোনও ম্যাচ না হারার রেকর্ড অব্যাহত রইল।
ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের ক্লাব ফুটবলের দুই সফলতম দল তথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবং লিভারপুল (Liverpool) সোমবার (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার) একে অপরের মুখোমুখি হয়েছিল। দুই দলের কেউই নিজেদের মরসুমের প্রথম দুই ম্যাচ জিততে পারেনি। ম্যান ইউনাইটেড দুই ম্যাচই হেরেছে, তো লিভারপুল ড্র করেছে দুই ম্যাচ। তাই তৃতীয় ম্যাচে দুই দলের লক্ষ্যই ছিল মরসুমের প্রথম তিন পয়েন্ট লাভ। ঠিক সেটা করে দেখাল ম্যান ইউনাইটেড। রেড ডেভিলসরা ২-১ হারাল রেডসদের।
শুরুতে বিক্ষোভ
মাঠের বাইরে ইউনাইটেড সমর্থকরা দলের কর্ণধার গ্লেজার্সদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয়, চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়েই শুরু হয় রাতটা। তবে শেষমেশ ২০১৮ সালের পর প্রথমবার লিগে লিভারপুলকে হারিয়ে ইউনাইটেড সমর্থকদের রাতটা মধুর করে তুললেন জেডন স্যাঞ্চোরা। ম্যান ইউনাইটেড ম্য়ানেজার এরিক টেন হাগ (Erik Ten Hag) এদিন দুইটি বড় সিদ্ধান্ত নেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং দলের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারকে বেঞ্চে রেখেই দল নামান তিনি। তাঁর পরিকল্পনা কাজেও দেয়। মার্কাস র্যাশফোর্ড, স্যাঞ্চো, ইলাঙ্গারা বাড়তি উদ্যম নিয়ে লিভারপুলকে প্রেস করে।
ইলাঙ্গা শুরুর দিকেই গোল করার এক সুবর্ণ সুযোগ পেয়ে গেলও, তাঁর শট পোস্টে লাগে। তবে রক্ষণে লিভারপুলের দুর্বলতা ফের একবার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়ে ইলাঙ্গা এবং এরিকসেনের সুন্দর এক-দুই পাসিংয়ের পর, মাথা ঠান্ডা রেখে লিভারপুলের জালে বল জড়িয়ে দেয় ম্যান ইউনাইটেডের স্যাঞ্চো। এর জেরে পর পর সাতটি প্রিমিয়ার লিগ ম্যাচে লিভারপুল প্রথমে গোল খায়। তবে আগের ছয়টির একটিতেও পরাজয়ের মুখ দেখেনি রেডসরা। তাই লিভারপুল সমর্থকরা আশাহত হননি। ম্যাচের প্রথম আধা ঘণ্টায় লিভারপুলকে কার্যত দিশেহারা দেখায়। প্রথমার্ধের শেষের দিকে কিছু প্রয়াস করলে, তার থেকে খুব বেশি কিছু হয়নি।
ভুলের মাশুল
দ্বিতীয়ার্ধে ফের একবার লিভারপুল মিডফিল্ডের দোষে গোল করে ইউনাইটেড। জর্ডন হেন্ডারসনের ভুল পাস থেকে র্যাশফোর্ড দুরন্তভাবে লিভারপুলের অফসাইডের ফাঁদ ছিন্ন করে গোল করেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড। ম্যাচের শেষের দিকে লিভারপুলের হয়ে মহম্মদ সালাহ গোল করে শেষ ১০-১৫ মিনিটের খেলা জমিয়ে দেন। লিভারপুল গোলের আপ্রাণ চেষ্টা করলেও আর গোল করতে পারেনি। ম্যান ইউনাইটেড অবশ্য দুইবার ভাগ্যদেবীর সহায়তা পায়। প্রথমার্ধে ব্রুনো ফার্নান্ডেজের ক্লিয়ারেন্স সোজা গোলের দিকে এগোলেও তা মার্টিনেজের গায়ে লেগে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মার্টিনেজ আরেকটু হলেই আত্মঘাতী গোল করে ফেলতেন। তবে তা হয়নি। ম্যাচ ইউনাইটেডের পক্ষেই শেষ হয়।
আরও পড়ুন: ব়্যাঙ্কিংয়ে চারে পাকিস্তান, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে কত নম্বরে ভারত?