এক্সপ্লোর
ইংল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু মিতালিদের

ডার্বি: মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ডকে সহজেই ৩৫ রানে হারিয়ে দিল ভারত। জয়ের নায়িকা স্মৃতি মন্ধনা, পুনম রাউত ও অধিনায়ক মিতালি রাজ। তিনজনই ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। স্মৃতি ৭২ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। পুনম করেছেন ৮৬ রান। মিতালি ৭১ রানে অপরাজিত থাকেন। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পরপর সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড গড়লেন মিতালি। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে স্মৃতি ও পুনম যোগ করেন ১৪৪ রান। এরপর মিতালির বড় রানের সুবাদে ৩ উইকেটে ২৮১ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দু দলের শেষ ৬টি সাক্ষাতেই হেরে গিয়েছিল ভারত। পাঁচ বছর পরে আজ জয় পেলেন মিতালিরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















