Virat Kohli: বিরাটকে কিংবদন্তি আখ্যা মনোজের, কোহলিকে 'দেশের হৃদস্পন্দন' বলছেন কাইফ
ICC World Cup 2023: বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও। তিনি এই মুহূর্তে বিশ্বকাপের হিন্দি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
কলকাতা: গোটা শহর অপেক্ষা করছি। ক্রিকেটের নন্দনকানন এই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়েছিল অনেকদিন আগে থেকেই। তিনি কাউকে হতাশ করলেন না। ইডেনের গ্যালারির দর্শকদের বিরাট...বিরাট...শব্দব্রহ্ম বাড়িয়ে দিয়ে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ছুঁলেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে ১০টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। সোশ্য়াল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা বন্যাও শুরু হয়ে গিয়েছে। বাংলার প্রাক্তন অধিনায়ক মনােজ তিওয়ারি যেমন বিরাটকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''কিংবদন্তিরা জানে কীভাবে নিজেদের স্ক্রিপ্ট লিখতে হয়। ইডেনের থেকে ভাল মাঠ, ভাল মুহূর্তে ৪৯ তম সেঞ্চুরি করার জন্য আর কিছু হতে পারত না। মাস্টার তোমাকে অভিনন্দন।''
View this post on Instagram
ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামীও ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে। তিনি লিখেছেন, ''নিজের জন্মদিনে অসাধারণ একটা সেঞ্চুরি হাঁকাল বিরাট। সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেলল ও। একেবারে ডাবল সেলিব্রেশন।''
বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার বিনয় কুমার। তিনি নিজের পোস্টে লিখেছেন, ''বিরাট নিজের জন্মদিনে নিজেদের ৪৯ তম ওযান ডে সেঞ্চুরি উপহার দিল। একদম সেরা দিন মাইলস্টােন গড়ার জন্য। জন্মদিনের অনেক শুভেচ্ছা বিরাটকে ওর দুর্দান্ত শতরান করার জন্য। অসাধারণ কৃতিত্ব।''
কোহলির ইনিংস যেন পণ্ডিত রবিশঙ্করের সেতার। যার প্রতিটি তারে বাঁধা সুরমূর্ছনা। ৩ ঘণ্টা ১৫ মিনিটের ইনিংসে ১০টি বাউন্ডারি। উল্টো প্রান্তে দাঁড়িয়ে কখনও শ্রেয়স আইয়ার ৭টি ছক্কা মেরেছেন, তো কখনও সূর্যকুমার যাদব ৫ ছক্কায় রোশনাই ছড়িয়েছেন। বিরাট প্রলোভনে পা দেননি। তাঁর লক্ষ্য যেন ছিল আরও বড়। বিরাটের রবিবাসরীয় সেঞ্চুরি তাই চিনা এলইডি আলোর চমক নয়, হয়ে রইল হাজার মোমবাতির আলোর স্নিগ্ধতা।
যা দেখে মুগ্ধ কানায় কানায় ভরা ইডেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ৩২৬/৫। বিরাটের ১০১ রানের সাধক-সম ইনিংসের পাশে অবশ্য শ্রেয়সের ৭৭, সূর্যকুমারের ১৪ বলে ২২ ক্যামিও বা রবীন্দ্র জাডেজার ১৫ বলে ২৯ রানের ঝড়ও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। ভারতকে পৌঁছে দিল রানের পাহাড়ে।