Manu Bhaker: নেপথ্যে অলিম্পিক্সে সাফল্য, ব্র্যান্ড ভ্যালু বাড়ল মনুর, হাতে ৪০টি সংস্থার প্রস্তাবও
Paris Olympics 2024: চলতি প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে নেমে ব্রোঞ্জ ঝুলিতে পুরে নিয়েছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু।
প্যারিস: এখনই ঝুলিতে দুটো অলিম্পিক্স খেতাব। টোকিওর হতাশা থেকে এমন জেদ বেড়ে গিয়েছিল যে চলতি প্যারিস অলিম্পিক্সে ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে নেমে ব্রোঞ্জ ঝুলিতে পুরে নিয়েছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। আজ আরও একটি পদক জয়ের হাতছানি রয়েছে তাঁর। এরমধ্যেই নিজের ব্র্যান্ড ভ্যালু কয়েকগুন বাড়িয়ে নিলেন মনু। তাঁকে নিজেদের বিজ্ঞাপনের মুখ করতে উঠে পড়ে লেগেছে একাধিক সংস্থা। সংখ্যাটা কিন্তু সত্যিই অবাক করে দেওয়ার মত। কারণ একদিনেই প্রায় ৪০ টি সংস্থা মনুকে নিজেদের বিজ্ঞাপনের মুখ করতে চাইছে।
আগেও বিভিন্ন ব্র্যান্ডের মুখ ছিলেন মনু। কিন্তু এই প্রথমবার মনুকে নিয়ে এতটা জোয়ার উঠেছে বিজ্ঞাপনের দুনিয়ায়। শুধু বিজ্ঞাপন আসাই নয়। মনুর ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে। আগে যেখানে প্রতি বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন, সেখানে প্যারিস পদক জয়ের পর দর বেড়েছে। বিজ্ঞাপন পিছু প্রায় দেড় কোটি টাকা নাকি নিচ্ছেন এখন মনু। এই বিষয়ে জানিয়েছে মনুর পি আর টিম ও তাঁর ম্য়ানেজমেন্ট দল আইওএস স্পোর্টস অ্য়ান্ড এনটারটেইনমেন্ট। সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমার জানিয়েছেন, ''গত কয়েকদিনে মনু যেভাবে অলিম্পিক্সে সাফল্য পেয়েছে, তার পর প্রায় ৪০টি বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে। তবে আমরা দীর্ঘমেয়াদি চুক্তির দিকেই নজর দিচ্ছি। কয়েকটির সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে।''
এদিকে, আজ শনিবার দুপুর ১টায় রয়েছে মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনাল। গোটা দেশ এখন থেকেই সেই ইভেন্ট নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। ২৫ মিটার পিস্তল দুটি ভাগে বিভক্ত। প্রথমে প্রিসিশন রাউন্ড। তারপর ব়্যাপিড রাউন্ড। ভারতের প্রতিনিধিত্ব করছিলেন দুই শ্যুটার। ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ফেলা মনু ভাকেরের সঙ্গে ছিলেন এশা সিংহ। প্রিসিশন রাউন্ডে ২৯৪ স্কোর করেন মনু। ব়্যাপিড রাউন্ডে সেই পারফরম্যান্সকেও ছাপিয়ে যান। ২৯৬ পয়েন্ট স্কোর করেন। সব মিলিয়ে মনুর স্কোর দাঁড়ায় ৫৯০। যোগ্যতা অর্জনকারী পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেন মনু। ৫৮১ পয়েন্ট পেয়ে এশা যোগ্যতা অর্জনকারী পর্বে ১৮ নম্বরে শেষ করেন। তিনি ফাইনালে উঠতে ব্যর্থ হন। কারণ, নিয়ম হচ্ছে যোগ্যতা অর্জনকারী পর্বের সেরা ৮ জন শ্যুটার ফাইনালে খেলবেন। যদি ফাইনালেও দ্বিতীয় স্থানে থাকেন, তবে রুপো জিতবেন মনু। তবে এবার কিন্তু সোনা জয়ের লক্ষ্যেই ঝাঁপাবেন মনু নিশ্চিতভাবেই।